‘রাজপুত্র’ ফিরেছে সান্তোসে
১ ফেব্রুয়ারি ২০২৫
নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছেন নেইমার। ঘরের মাঠে হাজারো সমর্থকের উচ্ছ্বাস আর কনসার্টের মধ্য দিয়ে সাও পাওলোর ক্লাবটিতে বরণ করে নেওয়া হয়েছে ব্রাজিলের এই তারকাকে। এ সময় স্টেডিয়ামের বিশাল ডিজিটাল বোর্ডে জ্বলে উঠছিল, “রাজপুত্র ফিরে এসেছে।”
স্থানীয় সময় শুক্রবার সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে বৃষ্টি উপেক্ষা করে প্রায় ২০ হাজার ক্লাব সমর্থক নেইমারকে বরণ করে নিতে স্টেডিয়ামে উপস্থিত হন। ৩২ বছর বয়সী এই তারকার আগমন উপলক্ষে সন্ধ্যায় আতশবাজির ঝলকানিতে তিন ঘণ্টার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা পারফর্ম করেন।
মাঠে দাঁড়িয়ে নেইমার বলেন, “আমি খুব খুশি। এখানে আমরা অনেক দারুণ মুহূর্ত কাটিয়েছি। সামনে আরও অনেক কিছু আসতে পারে।”
সমর্থকরা তাকে আবারও সেই চেনা ড্রিবলিং দেখানোর অনুরোধ করলে তিনি বলেন, “সাহসের অভাব হবে না।”
তবে নেইমারের ঘরে ফেরাটা দীর্ঘস্থায়ী হবে না। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, দ্বিতীয় যাত্রায় সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন নেইমার। এর আগে ২০০৯ সালে ১৭ বছর বয়সে সান্তোসে ক্যারিয়ার শুরু করেন তিনি। ২২৫ ম্যাচে দলের হয়ে ১৩৬ গোল ও ৬৪টি অ্যাসিস্ট করেন এই ফরোয়ার্ড। সেখানে থেকে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন তিনি।
একই দিন স্থানীয় সময় সকালে ব্যক্তিগত বিমানে সৌদি আরব থেকে সাও পাওলোতে পৌঁছান। বিশ্রামের পর হেলিকপ্টারে করে সান্তোসে যান তিনি। স্টেডিয়ামের বাইরে বিক্রি হচ্ছিল “রাজপুত্র ফিরে এসেছে” লেখা ব্যানার। এছাড়াও একটি গ্রাফিতিতে নেইমারকে দেখানো হয়েছে আরও পরিণত ও মাথায় মুকুট পরা অবস্থায়। এই শহরে দীর্ঘদিন ধরে রাজত্ব ছিল কিংবদন্তি পেলের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে “রাজপুত্র ফিরে এসেছে” নামক এক ভিডিওতে সান্তোস জানায়, নেইমার তার আগের ১১ নম্বর জার্সি নয়, এবার মাঠে নামবেন কিংবদন্তি পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সিতে।
১০ নম্বর জার্সি গায়ে জড়াতে পেরে গর্বিত নেইমার ভিডিওতে বলেন, “রাজা পেলে, আপনার ইচ্ছাই আমার জন্য আদেশ। সিংহাসন আর মুকুট এখনো আপনার, কারণ আপনি চিরন্তন। কিন্তু ১০ নম্বর জার্সি, সেটা পরতে পারা আমার জন্য সম্মানের। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার এই ঐতিহ্য সম্মানের সঙ্গে ধরে রাখতে আমি সবটুকু দেব।”
মন্তব্য করুন: