হেরে রেফারিকে দায়ী করছেন রিয়াল কোচ

২ ফেব্রুয়ারি ২০২৫

হেরে রেফারিকে দায়ী করছেন রিয়াল কোচ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর থেকে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের জালে গোল বন্যা বইয়ে লা লিগার শীর্ষস্থানে উঠেছিল তারা। কিন্তু সবশেষ লিগ অবনমন অঞ্চলে থাকা এস্পানিওলের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন ম্যাচ হেরে রেফারির সিদ্ধান্তকে দায়ী করছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার এস্পানিওলের মাঠে ১-০ গোলে হারে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে এখন কেবল এক পয়েন্ট এগিয়ে আছে তারা।

আনচেলত্তি রেফারির যে সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়েন সেটি ঘটে ম্যাচের ৬১তম মিনিটে। পাল্টা আক্রমণে বল নিয়ে দৌড় দেন কিলিয়ান এমবাপ্পে। তাকে থামাতে পেছন থেকে মারাত্মক ট্যাকেল করেন কার্লোস রোমেরো। পড়ে গিয়ে কয়েকটি ডিগাবজি খান রিয়ালের ফরাসি ফরোয়ার্ড। কিন্তু এমন চ্যালেঞ্জের পরেও কেবল হলুদ কার্ড দেখেন এস্পানিওল ডিফেন্ডার।

এরপর ৮৫তম মিনিটে ম্যাচের ভাগ্যও গড়ে দেন রোমেরো। স্প্যানিশ এই ফুটবলারের গোলে এগিয়ে যায় এস্পানিওল। শেষ পর্যন্ত সেই গোলেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে আনচেলত্তি বলেন, “রেফারি ও ভিএআর যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ব্যাখ্যাতীত। এটা সবাই দেখেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়কে রক্ষা করা। এটা পরিষ্কারভাবে ফাউল ছিল, খুবই ভয়াবহ চ্যালেঞ্জ ছিল। সৌভাগ্যক্রমে চোটের মতো তেমন কিছু ঘটেনি। তবে আমাদের কাছে এটা ব্যাখ্যাতীত যে, তাকে লাল কার্ড দেখানো হয়নি।

ট্যাকেলটি যে বাজে ছিল তা মেনে নিয়েছেন রোমেরোও। এ জন্য এমবাপ্পের কাছে ক্ষমা চাওয়ার কথাও জানান তিনি।

আমি জানতাম যে, দৌড়ের মধ্যে থাকা এমবাপ্পেকে থামানো অসম্ভব। তাকে থামানোর জন্য যা করার সেটাই আমি করেছি। চ্যালেঞ্জটা কিছুটা বাজে ছিল। আমার নিজেরই ভালো লাগেনি। আমি তার কাছে ক্ষমা চেয়েছি।

২২ ম্যাচে ১৫ জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। রাতের অপর ম্যাচে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান এক পয়েন্টের মধ্যে নিয়ে এসেছে আতলেতিকো। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪২ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে।

মন্তব্য করুন: