আরেক ডিফেন্ডারকে দলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড
২ ফেব্রুয়ারি ২০২৫
রক্ষণভাগের শক্তি বাড়াতে শীতকালীন দলবদলে নতুন ডিফেন্ডার দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালিয়ান ক্লাব লেচ্চে থেকে ডেনমার্কের প্যাট্রিক ডরগুকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের দলটি।
রোববার ৩ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ডরগুকে দলে নেওয়ার কথা জানায় ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির সঙ্গে ২০ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি ২০৩০ সাল পর্যন্ত।
গত নভেম্বরে ইউনাইটেডের কোচ হিসেবে দ্বিতীয় খেলোয়াড় দলে ভেড়ালেন রুবেন আমুরি। এর আগে শনিবার আর্সেনাল থেকে ১৮ বছর বয়সী ডিফেন্ডার এইডেন হেভেনকে দলে নেয় ইউনাইটেড।
ডেনামার্কের হয়ে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডরগু চলতি মৌসুমে লেচ্চের হয়ে তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমের শুরুতে ইতালির ক্লাবটির মূল দলের হয়ে খেলা শুরু করা এই ফুটবলার ৫৭ ম্যাচে মাঠে নেমেছেন।
ইউনাইটেডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ডরগু বলেন, “নিজেকে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় বলতে পেরে অনেক গর্ববোধ করছি। আমার পুরো পরিবারের জন্য এটি খুবই বিশেষ একটি দিন। রুবেন আমুরির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
মন্তব্য করুন: