লেভানডফস্কির গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা

২ ফেব্রুয়ারি ২০২৫

লেভানডফস্কির গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা

স্প্যানিশ লা লিগায় রবের্ট লেভানডফস্কির একমাত্র গোলে দেপোর্তিভো আলাভেসকে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে চারে এনেছে হানসি ফ্লিকের দল।

রোববার ঘরের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে গোলটি করেন লেভানডফস্কি। লামিনে ইয়ামালের ক্রস প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে পোলিশ এই তারকার কাছে যায়। কাছ থেকে নেওয়া শট জালে জড়িয়ে সমর্থকদের উল্লাসে মাতান ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

চলতি মৌসুমে লিগে এটি লেভানডফস্কির ১৮তম গোল। অন্যদিকে ১০টি গোলে অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।

এর আগে প্রথমার্ধে আক্রমণাত্মক শুরু করে বার্সেলোনা। কিন্তু ডিফেন্ডারদের পাশ কাটিয়ে ইয়ামালের দেওয়া বাড়ানো বলকে লক্ষ্যে পাঠাতে পারেননি রাফিনিয়া।

২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে বার্সেলোনা। শনিবার এস্পানিওলের কাছে ১-০ গোলে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৯। অন্যদিকে মায়োর্কাকে হারিয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে আতলেতিকো মাদ্রিদ।

মন্তব্য করুন: