আমিই সর্বকালের সেরা: রোনালদো
৪ ফেব্রুয়ারি ২০২৫
লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো – প্রজন্মের অন্যতম সেরা এই দুই ফুটবলারের মধ্যে কে সেরা তা নিয়ে আলোচনার যেন শেষ নেই। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকার মধ্যে এই দুই মহাতারকার অবস্থান কোথায় তা নিয়েও আছে অনেক আলোচনা। তবে এবার নিজেকেই ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে দাবি করে বসেছেন রোনালদো।
সোমবার স্পেনের লাসেক্সতা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির পাশাপাশি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ও আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার চেয়েও নিজেকে এগিয়ে রাখেন পর্তুগিজ মহাতারকা।
“আমি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। ফুটবল ইতিহাসে আমার চেয়ে ভালো কাউকে আমি দেখিনি। আর এই সত্যিটা আমি আমার মন থেকেই বলছি।”
কয়েকদিন পর ৪০ বছর বয়সে পা দিতে যাওয়া এই ফুটবলারকে ক্যারিয়ারে অসংখ্যবার মেসির সঙ্গে তুলনা করা হয়েছে। সাক্ষাৎকারে রোনালদো স্বীকার করেন, অনেক ভক্ত আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মহাতারকাকে তার চেয়ে বেশি পছন্দ করেন। তবে তার মতে, পরিসংখ্যানই প্রমাণ করে তিনিই সর্বকালের সেরা।
“আমি পরিসংখ্যানের কথা বলছি। আমি মনে করি, আমি ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার মতে, আমিই সেরা। ফুটবলে আমি সবকিছুই ভালোভাবে করতে পারি — হেড, ফ্রি-কিক, বাঁ পায়ের ব্যবহার, আমি গতিশীল, আমি শক্তিশালী।”
“রুচির ব্যাপার আছে। আপনি মেসি, পেলে, মারাদোনাকে পছন্দ করতেই পারেন, আমি সেটা বুঝি এবং সম্মান করি। কিন্তু যদি কেউ বলে আমি সম্পূর্ণ খেলোয়াড় নই, তাহলে সেটা আমি মানতে পারব না। আমি সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়। আমার চেয়ে ভালো কাউকে আমি দেখিনি।”
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসেরের হয়ে খেলছেন। সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার সর্বকালের সেরা গোলদাতার বিতর্ক নিয়েও নিজের অভিমত দেন। পেশাদার ফুটবলে ৯২৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন এই ফরোয়ার্ড।
“সবচেয়ে বড় গোলদাতা কে? এটা পরিসংখ্যানের ব্যাপার, ব্যস। ইতিহাসের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি হেডে গোল করেছে, বাঁ পায়ে, ডান পায়ে, পেনাল্টি, ফ্রি-কিকে? আমি কিছুদিন আগে দেখছিলাম, আমি বাঁ-পায়ে খেলি না, তারপরও ইতিহাসের সেরা বাঁ-পায়ে গোলদাতাদের শীর্ষ দশে আছি। আর ডান পায়ে, হেডে, পেনাল্টিতেও শীর্ষে। সবদিক থেকেই।”
মন্তব্য করুন: