ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো

৬ ফেব্রুয়ারি ২০২৫

ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো

রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য শিরোপা জয়ের সাক্ষী ছিলেন। স্প্যানিশ ক্লাবটির বহুল প্রতীক্ষিত দশম চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন মার্সেলো। এবার মাঠের ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী মার্সেলো। ২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রিয়ালের হয়ে তিনি মাঠ মাতান।

মাদ্রিদের ক্লাবটিতে ১৫ বছরের ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ২৫টি শিরোপা জেতেন মার্সেলো, যার মধ্যে আছে ছয়টি লা লিগার শিরোপাও। লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠে নামেন ৫৪৬টি ম্যাচে।

২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জিতে ইউরোপ ক্লাব সেরার আসরে শিরোপা খরা কাটিয়ে বহুল প্রতিক্ষীত লা দেসিমা জেতে রিয়াল। আতলেতিকো মাদ্রিতের বিপক্ষে সেই ম্যাচে গোল করেছিলেন মার্সেলো। ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন তিনি।

অবসরের ঘোষণায় মার্সেলো বলেন, “একজন খেলোয়াড় হিসেবে আমার যাত্রা এখানেই শেষ। তবে ফুটবলের জন্য এখনও অনেক কিছু দেওয়ার আছে। ধন্যবাদ সবাইকে।”

রিয়াল মাদ্রিদের হয়ে তিনি দুটি কোপা দেল রে, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ, চারটি ক্লাব বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান সুপার কাপ জিতেছেন। ক্যারিয়ারের শেষ ভাগে ক্লাবটির অধিনায়কের দায়িত্বও পালন করেন এই ফুটবলার।

মার্সেলোর অবসরের ঘোষণায় রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এক বিবৃতিতে বলেন, “তিনি আমাদের ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক এবং আমরা দীর্ঘ সময় ধরে তার খেলা উপভোগ করার সুযোগ পেয়েছি। তিনি আমাদের ক্লাবের একজন মহান কিংবদন্তি। রিয়াল মাদ্রিদ সবসময় তার ঘরই থাকবে।”

ক্যারিয়ারের শেষ সময়টা নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে কাটান মার্সেলো। ২০২৩ সালে ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতেন। তবে গত বছর নভেম্বরে কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর পর ক্লাবটির সঙ্গে পারস্পরিক সমঝোতায় তিনি চুক্তি বাতিল করেন।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ৫৮টি ম্যাচ খেলা মার্সেলো ২০১৩ সালে কনফেডারেশন্স কাপ জয়ের পাশাপাশি ২০১২ সালের অলিম্পিকে রৌপ্য এবং ২০০৮ সালের অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

মন্তব্য করুন: