রক্ষণ সামলাতে ভিনিসুস-এমবাপ্পেদেরও সহায়তা চান আনচেলত্তি

৭ ফেব্রুয়ারি ২০২৫

রক্ষণ সামলাতে ভিনিসুস-এমবাপ্পেদেরও সহায়তা চান আনচেলত্তি

আক্রমণভাগে তারকা খেলোয়াড়ের অভাব নেই রিয়াল মাদ্রিদের। তবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে রক্ষণভাগের শূন্যতা পূরণে পুরো দলকেই দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাঠে নামবে এক পয়েন্ট পিছিয়ে থাকা আতলেতিকোর বিপক্ষে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটের কারণে মূল দরের চারজন ডিফেন্ডারকে পাবেন না আনচেলত্তি। এমন অবস্থায় কিলিয়ান এমবাপ্পে, ভিনিসুস জুনিয়র, রদ্রিগো ও জুড বেলিংহ্যামের মতো আক্রমণভাগের খেলোয়াড়দের রক্ষণে অবদান রাখার আহ্বান জানান রিয়াল কোচ।

ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “রক্ষণভাগের সমস্যা পুরো সবারই, স্ট্রাইকারদেরও। এটা পুরো দলের সমস্যা। আমরা দানি কারভাহাল ও এদের মিলিতাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়েছি, যা উপেক্ষা করা যাবে না। তারপরও আমরা এখনো সব প্রতিযোগিতায় শিরোপার দৌড়ে আছি।

আন্টোনিও রুডিগার ও ডেভিড আলাবা শিগগিরই ফিরবেন। তবে আমাদের স্বীকার করতে হবে যে মৌসুমের এক গুরুত্বপূর্ণ সময়ে জরুরি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে গুরুত্বপূর্ণ ডিফেন্ডারদের হারিয়েছি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত শীর্ষ চার দলের কাউকেই হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। আর সামনে তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে আতলেতিকো। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ২১ ম্যাচের ১৯টিতেই জয় পেয়েছে তারা। তবে আনচেলত্তি আত্মবিশ্বাসী, বড় ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে তার দল।

শনিবার আমাদের ৩ পয়েন্ট দরকার। এর বাইরে আর কিছু ভাবছি না। আমাদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ। এটা সত্য যে আমরা এই মৌসুমে কিছু ক্ষেত্রে সেরা ছন্দে ছিলাম না। তবে কালকের ম্যাচে জয় চাইলে আমাদের শক্তিশালী হতে হবে, ভারসাম্য খুঁজে পেতে হবে।

মন্তব্য করুন: