৪০ পেরিয়েও রোনালদোর গোল উৎসব চলছেই
৮ ফেব্রুয়ারি ২০২৫

কদিন আগেই ৪০ বছর বয়সে পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বয়সেরও আগে বুট জোড়া তুলে রাখেন অনেক ফুটবলার। তবে পর্তুগিজ মহাতারকার যেন থামার কোনো নাম নেই। জন্মদিনের পর প্রথম ম্যাচে মাঠে নেমেই গোল করে জিতিয়েছেন তার দল আল-নাসেরকে।
শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফায়হাকে ৩-০ গোলে হারায় আল-নাসের।
ম্যাচের ৭৪তম মিনিটে সতীর্থের কাছ থেকে পাওয়া ক্রস জালে জড়িয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদো। চলতি মৌসুমে আল-নাসেরে হয়ে দুর্দান্ত ছন্দে থাকা পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন।
গত বুধবার ৪০ বছর পূর্ণ করেন রোনালদো। জন্মদিনের আগের ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের বিপক্ষে জোড়া গোল করেন তিনি।
১ হাজার গোল করার লক্ষ্যে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯২৪টি। নতুন বছরে এরই মধ্যে তিনি ৮টি গোল করেছেন। সবশেষ ১২ ম্যাচে তার গোল সংখ্যা ১৬টি।
৪০ বছর বয়সে পা দেওয়ার পর নিজের প্রথম গোল ও জয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ছবি দিয়ে রোনালদো লেখেন, “৪০ এর পর প্রথম গোল ও জয়।”
মন্তব্য করুন: