ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে শেফিল্ডের হামজা

৯ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে শেফিল্ডের হামজা

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইপর্বের ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা ব্রিটিশ বংশোদ্ভুত এই ফুটলার ছাড়াও দলে ডাক পেয়েছেন নতুন পাঁচ জন।

রোববার ম্যাচের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন কোচ হাভিয়ের কাবরেরা।

চোটের কারণে জায়গা পাননি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তবে দলে ফিরেছেন জামাল ভূঁইয়া। চুক্তি সংক্রান্ত জটিলতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ক্লাব না পাওয়ায় আগের দলে ছিলেন না তিনি।

দলে সর্বোচ্চ ১৪ জন ফুটবলার ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস থেকে। ৮ জন আবাহনীর ও ৬ জন মোহামেডানের।

প্রাথমিক দল নিয়ে ঢাকায় কয়েক দিন অনুশীলনের পর ক্যাম্প করতে সৌদি আরব যাওয়ার কথা আছে বাংলাদেশ দলের। তবে শেফিল্ডের হয়ে ব্যস্ত থাকায় সেই ক্যাম্পে হামজার যোগ দেওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে।

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ প্রাথমিক দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।

ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলাম।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা।

মন্তব্য করুন: