সৌদির প্রস্তাবে আগ্রহ নেই, রিয়ালে দীর্ঘদিন থাকতে চান রদ্রিগো

১১ ফেব্রুয়ারি ২০২৫

সৌদির প্রস্তাবে আগ্রহ নেই, রিয়ালে দীর্ঘদিন থাকতে চান রদ্রিগো

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে আছেন রদ্রিগো। কিলিয়ান এমবাপ্পে-ভিনিসুস জুনিয়রদের সঙ্গে সমান তালে দলের হয়ে গোল করে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পেয়েছিলেন সৌদি প্রো লিগ থেকে মোটা অঙ্কের প্রস্তাবও। তবে লা লিগার দলটিতেই দীর্ঘদিন থাকতে চাওয়ার কথা জানিয়েছেন তিনি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রদ্রিগো ৩১ ম্যাচে ১২ গোল করেছেন এবং ৮টি গোলে সহায়তা করেছেন।

মৌসুমের মাঝপথে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, সৌদি আরবের ক্লাবগুলো থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে মাঠে নামার আগে এই প্রসঙ্গে রদ্রিগো জানান, তিনি বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।

ম্যাচের আগেরদিন সোমবার সংবাদ সম্মেলনে রিয়ালের এই ফরোয়ার্ড বলেন, “সৌদির প্রস্তাবের শর্তগুলো নিয়ে আমার বাবা, যিনি আমার এজেন্ট, এবং ক্লাব আলোচনা করেছে। আমি বিস্তারিত কিছু জানি না। তবে অন্য ক্লাবগুলোর আগ্রহের জন্য কৃতজ্ঞ।

আমি এখানে (রিয়াল) অনেকদিন ধরে আছি এবং খুবই খুশি। আমি সবসময় বলি, চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জার্সি গায়ে খেলাই সবচেয়ে বিশেষ কিছু।

২০১৯ সালের জুনে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে রিয়ালে যোগ দেন রদ্রিগো। চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়নদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত।

চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট অনুযায়ী গ্রুপ পর্ব থেকে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় প্লে-অফ খেলতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। মঙ্গলবার প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

মন্তব্য করুন: