আরেকটি প্রত্যাবর্তনের গল্প লেখে সিটিকে হারাল রিয়াল

১২ ফেব্রুয়ারি ২০২৫

আরেকটি প্রত্যাবর্তনের গল্প লেখে সিটিকে হারাল রিয়াল

রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় ওঠার অভিযানে এক ধাপ এগিয়ে থেকে ম্যাচ শেষ করার অপেক্ষায় ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু শেষের কয়েক মিনিটে নাটকীয়ভাবে পাল্টে গেল সেই দৃশ্যপট। ছয় মিনিটের ভেতর স্বাগতিকদের জালে দুইবার বল পাঠিয়ে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লেখে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে - গোলের জয় পায় রিয়াল। স্প্যানিশ ক্লাবটির হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াস জুড বেলিংহ্যাম। জোড়া গোল করে সিটিকে দুবার এগিয়ে দিয়েছিলেন আর্লিং হলান্ড। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন ভিনিসুস জুনিয়র।

এই ম্যাচ দিয়ে সিটির মাঠে আটবারের দেখায় প্রথম জয় পেল রিয়াল। আগের সাত দেখায় চারবার জিতেছিল স্বাগতিকরা, বাকি তিন ম্যাচ শেষ হয় সমতায়।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে শুরুতে কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রিয়াল। উল্টো নিজেদের প্রথম উল্লোখযোগ্য সুযোগ পেয়ে ১৯তম মিনিটে সিটিকে এগিয়ে দেন হলান্দ। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এমবাপ্পে।

তবে বিরতির পর আর ভুল করেননি এই ফরাসি তারকা। ৬০তম মিনিটে তার গোলে সমতায় ফেরে রিয়াল। এরপর ৮০তম মিনিটে পেনাল্টি থেকে ইংলিশ চ্যাম্পিয়নদের আবার এগিয়ে দেন হলান্দ। ৮৪তম মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে দিয়াসকে মাঠে নামান কার্লো আনচেলত্তি। দুই মিনিট পরই গোল করে দলকে সমতায় ফেরান মরক্কোর এই মিডফিল্ডার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন বেলিংহ্যাম। ভিনিসুসের বাড়ানো বল জালে জড়ান  ইংলিশ এই মিডফিল্ডার।

আগামী ১৯ ফেব্রুয়ারি সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল।

মন্তব্য করুন: