রিয়াল-সিটি ম্যাচ শেষে কেন আলোচনায় আগুয়েরো
১২ ফেব্রুয়ারি ২০২৫

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে আলোচনায় আছেন আর্জেন্টিনা ও সিটির সাবেক ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোও। কয়েকটি গণমাধ্যমের দাবি, সিটির সাবেক এই ফুটবলার বলেছিলেন রিয়াল এই ম্যাচে জিতলে তিনি নাকি তার অন্ডকোষ কেটে ফেলবেন!
মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লেখে নকআউট পর্বের প্লে-অফে সিটিকে ৩-২ গোলে হারায় রিয়াল। ৮৫ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকা সিটির জালে পরের ৬ মিনিটের ভেতর ২ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
এই ম্যাচের আগে কখনোই সিটির ঘরের মাঠে জয়ের দেখা পায়নি রিয়াল। আগের সাতবারের দেখায় চারবারই হেরেছিল লস ব্লাঙ্কোসরা। গত মৌসুমে কোয়ার্টার-ফাইনালে সিটিকে হারিয়েই শিরোপা জয়ের পরবর্তী মঞ্চে উঠেছিল কার্লো আনচেলত্তির দল।
ইংল্যান্ডের ডেইলি মিরর তাদের প্রতিবেদনে জানায়, প্রথম লেগের লড়াইয়ে সিটিকেই এগিয়ে রেখেছিলেন আগুয়েরো। এক পডকাস্টে তিনি বলেন, “ম্যান সিটিকে রিয়াল মাদ্রিদ হারাতে পারবে না। যদি তারা সিটিকে হারায়, তাহলে আমি আমার অন্ডকোষ কেটে ফেলব।”
শেষ পর্যন্ত যোগ করা সময়ে জুড বেলিংহ্যামের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আগুয়েরোকে নিয়ে ট্রলের বন্যা বয়ে যেতে শুরু করে।
তবে আগুয়েরো আক্ষরিক অর্থেই যে নিজের অন্ডকোষ কেটে ফেলার কথা বলেছিলেন এমনটি নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রিবিউনা ডটকম। স্প্যানিশ ভাষায় তিনি এ ধরনের কথা তিনি বলে থাকলেও এটা আসলে নাটকীয়ভাবে কিছু প্রকাশের ক্ষেত্রে বলা হয়। কেউ কোনো ঘটনা ঘটলে কতটা কষ্ট পেতে পারেন বোঝাতে এভাবে স্প্যানিশে প্রকাশ করা হয়। এর মানে এটা নয় যে কেউ আক্ষরিক অর্থেই তার অন্ডোকোষ কেটে ফেলার কথা বলছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি প্লে-অফের ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের মুখোমুখি হবে সিটি। শেষ ষোলো নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই পেপ গুয়ার্দিওলার দলের।
মন্তব্য করুন: