লাল কার্ডের ঘটনায় কোচকে পাশে পাচ্ছেন বেলিংহ্যাম

১৬ ফেব্রুয়ারি ২০২৫

লাল কার্ডের ঘটনায় কোচকে পাশে পাচ্ছেন বেলিংহ্যাম

স্প্যানিশ লা লিগায় ১০ জনের দল নিয়ে ওসাসুনার বিপক্ষে - গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে জুড বেলিংহ্যাম সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। ম্যাচ শেষে এই ঘটনায় রেফারির সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল বলে দাবি করেছেন এই ইংলিশ মিডফিল্ডার। আর শিষ্যের লাল কার্ডের ঘটনায় রেফারির ইংরেজি বুঝতে না পারাকে দায়ী করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার ওসাসুনার মাঠে ম্যাচের ১৫তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৩৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেলিংহ্যাম।

ভিনিসুস জুনিয়র বেলিংহামকে ফাউল এবং প্রতিপক্ষ ডিফেন্ডারের হ্যান্ডবলের জন্য পেনাল্টির দাবি উঠলেও তা দেননি ম্যাচ রেফারি। এই নিয়ে রেফারির সঙ্গে রিয়াল ফুটবলাররা বেশ কয়েকবার তর্কে জড়ান। হলুদ কার্ড দেখেন আনচেলত্তিও। এরপর রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে আসে বেলিংহ্যামের লাল কার্ড।

ইউরোপের বড় বড় সংবাদ মাধ্যমে খবর আসে, রেফারিকে ইংরেজিতে গালি দেওয়ার কারণে লাল কার্ড দেখতে হয়েছে এই মিডফিল্ডারকে। তবে বেলিংহ্যামের দাবি, তিনি রেফারিকে অপমানমূলক কিছু বলেননি, বরং তার সিদ্ধান্তে নিজের হতাশা প্রকাশ করছিলেন মাত্র।

এটা মেনে নিতে কষ্ট হয় যখন আমি কী বলেছিলাম সে বিষয়ে রেফারি নিশ্চিত নন। আমার মনে হয়, আপনারা ভিডিওতে এটা স্পষ্ট দেখতে পারবেন। আমার ঘটনাটি ভালোভাবে মনে আছে। এটা আমি নিজেকে বলেছিলাম।

আমি রেফারির দিকেও এগিয়ে যাইনি। তবে অবশ্যই এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি ভেবেছিলেন, আমি তাকে (অপমানজনক) কিছু বলেছি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেলিংহ্যামের সমর্থনে কথা বলেন আনচেলত্তি। স্প্যানিশ ভাষায় তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “বেলিংহ্যামকে লাল কার্ডের বিষয়টি হলো রেফারি ভালোভাবে ইংরেজি বুঝেনি। আমি মনে করি না এটা অপমানজনক কিছু ছিল। আজকে সে লাল কার্ড দেখার মতো কিছু করেনি।

অন্যদিকে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, ম্যাচ রিপোর্টে রেফারি উল্লেখ করেন, বেলিংহ্যাম তাকে গালি দিয়েছে।

মন্তব্য করুন: