হ্যাটট্রিক করে এমবাপ্পে জানালেন, রিয়ালে ইতিহাস গড়তে চান

২০ ফেব্রুয়ারি ২০২৫

হ্যাটট্রিক করে এমবাপ্পে জানালেন, রিয়ালে ইতিহাস গড়তে চান

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। আর দলকে শিরোপা ধরে রাখার অভিযানে পরের ধাপে তুলে এমবাপ্পে জানিয়েছেন, রিয়ালে তিনি ইতিহাস গড়ে চান।

বুধবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে নকআউট পর্বের প্লে-অফের দ্বিতীয় লেগে সিটিকে - গোলে হারায় রিয়াল। ম্যাচের চতুর্থ, ৩৩তম ৬১তম মিনিটে গোল করেন এমবাপ্পে।

সিটির মাঠে প্রথম লেগে রিয়ালের - গোলে জয়ের ম্যাচেও গোল করেছিলেন এমবাপ্পে। তবে সেখানে ছিল কিছুটা ভাগ্যের সহায়তাও। কিন্তু ঘরের মাঠে ফরাসি এই তারকার দুর্দান্ত গতি, মাঠজুড়ে তীক্ষ্ণ চলাফেরা নিখুঁত ফিনিশিংয়ের কোনো জবাব ছিল না পেপ গুয়ার্দিওলার দলের কাছে।

তবে কিছুদিন আগেও রিয়ালের জার্সিতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে। দলের হয়ে প্রথম ১১ ম্যাচে মাত্র তিন গোল পাওয়ায় সমর্থক বিশ্লেষকদের কটাক্ষ শুনতে হয় তাকে।

কিন্তু ধীরে ধীরে তিনি নিজেকে মেলে ধরেছেন। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৭ গোল করেছেন ২৬ বছর বয়সী এই তারকা। তিনি নিজেই স্বীকার করেছেন যে, এখন আর মানিয়ে নেওয়ার কোনো প্রশ্ন নেইএখন শুধু নিজের সর্বোচ্চটা দেওয়ার পালা। 

ম্যাচ শেষে স্পষ্ট বার্তায় এমবাপ্পে বলেন, “রিয়াল মাদ্রিদের হয়ে আমি ইতিহাস গড়তে চাই।

আমার মানিয়ে নেওয়ার সময় শেষ। এখন আমাকে আমার যোগ্যতা দেখাতে হবে। আমি ভালো খেলতে চাই। এই মৌসুমে দাগ রেখে যেতে চাই। আমরা ম্যাচটি জিততে চেয়েছিলাম, পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম। আমাদের জন্য এটা স্বাভাবিক বিষয় ছিল যে, রিয়াল চ্যাম্পিয়নস ট্রফির পরের রাউন্ডে যাবে। 

পিএসজির হয়ে ছয় বছরে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেছিলেন এমবাপ্পে। গত জুনে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে এরই মধ্যে করেছেন ২৮ গোল, যার সাতটি এসেছে চ্যাম্পিয়নস লিগে।

ইউরোপ ক্লাব সেরার আসরে গত মৌসুমে ছিলেন সর্বোচ্চ গোলদাতাও। কিন্তু পিএসজিকে শিরোপা জেতাতে পারেননি। ফলে এবার রিয়ালকে শিরোপা জেতাতে না পারলে এসব গোলের কোনো মূল্য থাকবে না বলে জানান এমবাপ্পে।

গত চ্যাম্পিয়নস লিগে আমি সর্বোচ্চ গোলদাতা ছিলাম। কিন্তু আমি কি তা জিতেছি? না। সর্বোচ্চ গোলদাতা হওয়া নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমার ক্যারিয়ারে আমি অনেক গোল করেছি। যদি এই গোলগুলো দিয়ে আমরা শিরোপা জিততে পারি, তাহলে রক্তের বন্ধন গড়ে উঠবে। ৫০ গোল করতে পারলে খুবই ভালো। কিন্তু আমার শুধু চাওয়া শিরোপা।

মন্তব্য করুন: