রোনালদোর পর্যায়ে যাওয়ার সামর্থ্য আছে এমবাপ্পের: রিয়াল কোচ

২০ ফেব্রুয়ারি ২০২৫

রোনালদোর পর্যায়ে যাওয়ার সামর্থ্য আছে এমবাপ্পের: রিয়াল কোচ

ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে তুলে এনেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্যায়ে যেতে পারেন বলে মনে করেন কোচ কার্লো আনচেলত্তি ।

বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে নকআউট পর্বের প্লে-অফের দ্বিতীয় লেগে সিটিকে ৩-১ গোলে হারায় রিয়াল। সিটির মাঠে প্রথম লেগে ৩-২ গোলে জয় পেয়েছিল চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সে ম্যাচেও গোল করেছিলেন এমবাপ্পে।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেন রোনালদো। স্প্যানিশ ক্লাবটিতে ৯ বছরের ক্যারিয়ারে ৪৩৮ ম্যাচে এই পর্তুগিজ মহাতারকা গোল করেন ৪৫১টি, যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, এমবাপ্পের সামর্থ্য আছে রোনালদোর পর্যায়ে পৌঁছানোর।

তার সেই মানে পৌঁছানোর ক্ষমতা আছে। কিন্তু তাকে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ রোনালদো যে উচ্চতায় পৌঁছেছে, তা সত্যিই অসাধারণ। তবে এমবাপ্পে রিয়ালে খেলার জন্য দারুণ উচ্ছ্বসিত। সে রোনালদোর স্তরে পৌঁছাতে পারবে।

গত জুনে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর এদিন দলের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম হ্যাটট্রিক করেন এমবাপ্পে। ম্যাচের চতুর্থ, ৩৩তম ও ৬১তম মিনিটে গোল তিনটি করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দলের জন্য এটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে আনচেলোত্তি বলেন, “সবাই অপেক্ষা করছিল তার হ্যাটট্রিকের জন্য এবং অবশেষে সেটি এসেছে। তবে শুধু এমবাপ্পে নন, আমাদের দলে অনেক খেলোয়াড় আছে যারা পার্থক্য গড়ে দিতে পারে।

শুক্রবার অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ড্র। শিরোপা ধরে রাখার অভিযানে সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন অথবা লা লিগার প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ।

মন্তব্য করুন: