মেসির কাছে অটোগ্রাফ চাওয়ায় শাস্তির মুখে রেফারি

২১ ফেব্রুয়ারি ২০২৫

মেসির কাছে অটোগ্রাফ চাওয়ায় শাস্তির মুখে রেফারি

ম্যাচ শেষে লিওনেল মেসির কাছে অটোগ্রাফ চাওয়ায় শাস্তির মুখে পড়েছেন মেক্সিকোর এক রেফারি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে স্পোর্টিং ক্যানসাস সিটিকে - গোলে হারায় ইন্টার মায়ামি। হিমাঙ্কের নিচের তাপমাত্রায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে দলের হয়ে গোলটি করেন মেসি।

শেষ বাঁশি বাজানোর পর ম্যাচ রেফারি মার্কো আন্তোনিও ওর্তিস নাভা মেসির দিকে এগিয়ে যান। তখন মনে হয়েছিল মায়ামি অধিনায়কের কাছে তিনি জার্সি চেয়েছেন। ইএসপিএন এক প্রতিবেদনে জানায়, ড্রেসিংরুমে যাওয়ার পর রেফারিকে মেসি তার জার্সিটি দেন।

তবে পরে বিষয়টি পরিষ্কার হয় যে, রেফারি তার পরিবারের একজন বিশেষ চাহিদাসম্পন্ন পরিবারের সদস্যের জন্য মেসির অটোগ্রাফ চেয়েছিলেন। কিন্তু এটি কনকাকাফের রেফারিদের আচরণবিধির পরিপন্থী হওয়ায় তাকে শাস্তি দেওয়া হয়েছে। 

কনকাকাফের এক মুখপাত্র ইএসপিএনকে দেওয়া দেওয়া এক বিবৃতিতে বলেন, “অনুসন্ধানের পর আমরা নিশ্চিত হয়েছি যে রেফারি পরিবারের একজন বিশেষ চাহিদাসম্পন্ন সদস্যের জন্য মেসির অটোগ্রাফ চেয়েছিলেন। তবে এটি ম্যাচ অফিশিয়ালদের আচরণবিধির সঙ্গে সংগতিপূর্ণ নয়। রেফারি তার ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন।

রেফারিকে কোন ধরনের শাস্তি দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

মন্তব্য করুন: