শেষ ষোলোয় আতলেতিকোকে পেল রিয়াল, বার্সার প্রতিপক্ষ বেনফিকা

২১ ফেব্রুয়ারি ২০২৫

শেষ ষোলোয় আতলেতিকোকে পেল রিয়াল, বার্সার প্রতিপক্ষ বেনফিকা

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পা রাখা রিয়াল মাদ্রিদ কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। অন্যদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে পেয়েছে বার্সেলোনা।

শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়।

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করা লিভারপুরের প্রতিপক্ষ পিএসজি। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে দুই লেগ মিলিয়ে স্বদেশি ক্লাব ব্রেস্তের জালে ১০ গোল দেয় ফরাসি চ্যাম্পিয়নরা।

ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বদেশি ক্লাব বায়ার লেভারকুজেনকে। গত মৌসুমে তাদের কাছে টানা ১১ মৌসুম পর বুন্ডেসলিগার শিরোপা হারিয়েছিল বায়ার্ন। আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ফরাসি দল লিলের বিপক্ষে।

কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আর্সেনালের প্রতিপক্ষ ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান খেলবে আরেক ডাচ ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে। অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ বেলজিয়ান দল ক্লাব ব্রুজ।

আগামী ৪ ও ৫ মার্চ মাঠে গড়াবে শেষ ষোলোর প্রথম লেগের লড়াই। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মার্চ।

শেষ ষোলোর ড্র:

পিএসজিলিভারপুল

রিয়াল মাদ্রিদআতলেতিকো মাদ্রিদ

ফেইনুর্ডইন্টার মিলান

বরুশিয়া ডর্টমুন্ডলিল

ক্লাব ব্রুজঅ্যাস্টন ভিলা

পিএসভি আইন্দহোভেনআর্সেনাল

বায়ার্ন মিউনিখবায়ার লেভারকুজেন

বেনফিকাবার্সেলোনা

মন্তব্য করুন: