শীর্ষে উঠলেও বার্সার পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন ফ্লিক

২৩ ফেব্রুয়ারি ২০২৫

শীর্ষে উঠলেও বার্সার পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন ফ্লিক

স্প্যানিশ লা লিগায় লাস পালমাসের বিপক্ষে কষ্টার্জিত ২-০ গোলের জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও দলের আরও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করছেন তিনি।

শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোল করে দলকে জয় এনে দেন দানি ওলমো ও ফেরান তোরেস।

এই জয়ে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে ওঠে কাতালান ক্লাবটি। এর আগে দিনের আরেক ম্যাচে ভালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। এখন তারা আছে দ্বিতীয় স্থানে। ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ রোববার জিরোনার বিপক্ষে মাঠে নামবে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে ফ্লিক বলেন, “ম্যাচ নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। তবে তিন পয়েন্ট পাওয়াও আমি খুশি। প্রথমার্ধের পারফরম্যান্সে আমি চিন্তিত ছিলাম। তবে বিরতির সময় আমরা কিছু সমস্যার সমাধান করেছিলাম এবং খেলোয়াড়রা বুঝতে পারে তাদের কোথায় উন্নতির দরকার। দ্বিতীয়ার্ধে তারা কীভাবে আরও ভালো খেলতে পারে, সেটা বুঝতে পেরেছে।" 

তবে সব মিলিয়ে দলের শীর্ষে থাকার বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে এই জার্মান কোচ বলে, “আমি খুশি কারণ আমরা এখনও শীর্ষে আছি, যা আমাদের জন্য ভালো অবস্থান। আমরা জানি, আরও উন্নতি করতে পারব। আর সামনের দিকে এগুতে সেটা চালিয়ে যেতে হবে।

মন্তব্য করুন: