মদ্রিচ ফুটবলের জন্য ‘উপহার’

২৪ ফেব্রুয়ারি ২০২৫

মদ্রিচ ফুটবলের জন্য ‘উপহার’

স্প্যানিশ লা লিগায় জিরোনার বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে রিয়াল মাদ্রিদের জয়ে অবদান রেখেছেন লুকা মদ্রিচ। ৩৯ বছর বয়সেও এমন পারফরম্যান্স ধরে রাখায় ক্রোয়েশিয়ার এই তারকাকে ফুটবলের জন্য উপহার আখ্যা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে জিরোনাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে আসে রিয়াল।

ম্যাচের ৪১তম মিনিটে কর্নার থেকে আসা বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ এক ভলিতে জালে পাঠান মদ্রিচ। প্রায় ৩০ গজ বাইরে থেকে গোলের জন্য শটটি নেন ২০১৮ সালের ব্যালন ডিঅর জয়ী এই তারকা। ৮৩তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ভিনিসুস জুনিয়র।

২০১২ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত দলের হয়ে ২৮টি শিরোপা জিতেছেন মদ্রিচ। চলতি মৌসুমের পর স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, ক্লাব ছাড়ার বিষয়ে মদ্রিচকে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

মদ্রিচ ফুটবলের জন্য এক উপহার। সে যতদিন চাইবে, ততদিন থাকুক। সে যা করে, সেটি দুর্দান্তভাবে করে। আমরা সৌভাগ্যবান যে তার মতো একজন কিংবদন্তিকে পেয়েছি। তার নিবেদন, গুণমান ও পেশাদারিত্ব ফুটবলের জন্য উপহার...।

এ সময় মদ্রিচকে সাবেক ইতালিয়ান ও এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনির সঙ্গে তুলনা করে আনচেলত্তি বলেন, “আমি আরেকজন ৪০ বছর বয়সী খেলোয়াড়কে কোচিং করিয়েছি, তিনি ছিলেন মালদিনি। তাদের মধ্যে অনেক মিল রয়েছে, যা একজন ফুটবলারের থাকা উচিত। তারা অসাধারণ উদাহরণ। শুধু জেনেটিক কারণে নয়, কঠোর পরিশ্রম, মানসিকতা ও প্রতিশ্রুতির জন্যই তারা এতদূর এসেছে।" 

২৫ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার সমান ৫৪ পয়েন্ট থাকলেও দুই দলের মধ্যে ম্যাচে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

মন্তব্য করুন: