রিয়ালের সঙ্গে দ্রুত চুক্তি নবায়ন করতে চান ভিনিসুস
৪ মার্চ ২০২৫

রিয়াল মাদ্রিদের সঙ্গে দ্রুত চুক্তি নবায়ন করতে চাইছেন ভিনিসুস জুনিয়র। সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনার গুঞ্জন উড়িয়ে দিয়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড জানিয়েছেন, স্প্যানিশ ক্লাবটিতে তিনি সুখে আছেন এবং এখানেই থাকতে চান।
২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়া ভিনিসুস এখন পর্যন্ত দলের হয়ে তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ১০২ গোল করেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। গত শনিবার ক্লাবের হয়ে নিজের ৩০০তম ম্যাচ খেলেন তিনি।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামার আগে সোমবার সংবাদ সম্মেলনে ভিনিসুস বলেন, “আমি খুব শান্ত আছি, কারণ আমার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত আছে। আমি যত দ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে আশাবাদী। এখানে আমি খুশি আছি।”
গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, রিয়ালের সঙ্গে ভিনিসুসের চুক্তি নবায়নের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
"আমি সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলছি, সেরা কোচ, সেরা সভাপতি, সেরা সমর্থকদের সঙ্গে আছি। এখানে সবাই আমাকে ভালোবাসে। এর চেয়ে ভালো জায়গা আমার জন্য হতে পারে না।”
২০২৪ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী এই ব্রাজিলিয়ান তারকা জানান, রিয়ালে সফল হওয়াই ছিল তার শৈশবের স্বপ্ন।
"এখন আমি এখানে পৌঁছেছি এবং নিজের গল্প লিখছি। আমি জিতেছি কিন্তু আমার আরও অনেক কিছু জেতার সুযোগ আছে এবং ক্লাবের ইতিহাসে জায়গা করে নিতে চাই। এটা সহজ নয়, কারণ এখানে অনেক ভালো ও কিংবদন্তি খেলোয়াড় খেলেছেন। আমিও তাদের মতো হতে চাই।"
মন্তব্য করুন: