নেইমারের ব্রাজিল দলে ফেরার সম্ভাবনায় উচ্ছ্বসিত ভিনিসুস
৪ মার্চ ২০২৫

দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। নিয়মিত খেলছেন শৈশবের ক্লাব সান্তোসের হয়েও। এমন অবস্থায় জোরালো হয়েছে এই ফরোয়ার্ডের ব্রাজিল দলে ফেরার সম্ভাবনাও। তার প্রত্যাবর্তনের সম্ভাবনায় দারুণ উচ্ছ্বসিত জাতীয় দল সতীর্থ ভিনিসুস জুনিয়র।
কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করবে ব্রাজিল। এই ম্যাচ দিয়ে ২০২৩ সালের অক্টোবরের পর আবার জাতীয় দলে ফিরতে পারেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের হয়ে আর মাঠে নামেননি ৩৩ বছর বয়সী এই তারকা।
টিএনটি ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তনের বিষয়ে ভিনিসুস বলেন, “প্রত্যাশা অনেক বেশি কারণ তিনি আমাদের প্রজন্মের আইডল।”
চোটের কারণে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের হয়ে ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার। ফর্ম ফিরে পেতে গত জানুয়ারিতে তিনি ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে।
গত রোববার ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে গোল করেন নেইমার। সান্তোসের হয়ে সবশেষ চার ম্যাচে সেটি ছিল তার তৃতীয় গোল। ম্যাচ শেষে এই তারকা ফরোয়ার্ড জানান, ধীরে ধীরে নিজের সেরা শারীরিক অবস্থায় ফিরছেন।
তবে ম্যাচের ৭৬তম মিনিটে তিনি ঊরুর সমস্যা নিয়ে মাঠ ছাড়ার পর বেঞ্চে চিকিৎসা নেন নেইমার। পরে সমর্থকদের আশ্বস্ত করেন যে, বড় কোনো সমস্যা হয়নি।
নেইমারের মাঠে ফেরায় খুশি ভিনিসুস বলেন, “আমরা সবাই খুশি যে তিনি সান্তোসে ফিরেছেন। আবার গোল করছেন এবং ভালো অনুভব করছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পাঁচ নম্বরে আছে ব্রাজিল। শীর্ষ থাকা আর্জেন্টিনার চেয়ে দরিভাল জুনিয়রের দল পিছিয়ে আছে ৭ পয়েন্টে।
আগামী ২০ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৫ মার্চ বুয়েনস আইরেসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।
মন্তব্য করুন: