চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়ের রাতে আর্সেনালের ৭ গোল
৫ মার্চ ২০২৫

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রদ্রিগো ও ব্রাহিম দিয়াসের গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে প্রতিপক্ষের জালে গোলবন্যা বইয়ে কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে আর্সেনাল।
মঙ্গলবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে হারায় রিয়াল। চলতি মৌসুমে দু’দলের আগের দুই ম্যাচ ১-১ সমতায় শেষ হয়েছিল।
ম্যাচের চতুর্থ মিনিটে মাঝমাঠ থেকে রিয়ালের হয়ে ৩০০তম ম্যাচ খেলতে নামা ফেদে ভালভের্দের বাড়ানো বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে যান রদ্রিগো। ডিফেন্ডারদের দর্শক বানিয়ে দূরের পোস্ট লক্ষ্য করে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ম্যাচে ফিরতে মরিয়া আতলেতিকোকে ৩২তম মিনিটে দারুণ এক বাঁকানো শটে সমতায় ফেরান আলভারেস। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় পুরোটাই ছিল আতলেতিকোর কাছে। তবে ৫৫তম মিনিটে বক্সের ভেতর জটলা থেকে বল জালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে দেন দিয়াস। যোগ করা সময়ে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল কার্লো আনচেলত্তির দলের কাছে। কিন্তু বক্সের ভেতর থাকা ভিনিসুস জুনিয়রের দিকে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বল আটকে দেন ডিফেন্ডাররা।
আগামী বুধবার আতলেতিকোর মাঠে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।
অপর ম্যাচে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের মাঠে ৭-১ গোলের জয় পায় আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে সাত গোল দেওয়ার ঘটনা এটিই প্রথম।
প্রথমার্ধে ১৩ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় আর্সেনাল, ১৮তম মিনিটে যার শুরুটা করেন জুরিয়েন টিম্বার। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। ৩১তম মিনিটে তৃতীয় গোলটি করেন মিকেল মেরিনো। অবশ্য বিরতির আগেই পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে ব্যবধান কমায় আইন্দহোভেন।
বিরতির পর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মিকেল আর্তেতার দল। স্বাগতিকদের জালে আরও এক হালি গোল দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। ৪৭তম ও ৭৩তম মিনিটে দুটি গোল করেন মার্তিন ওদেগার্দ। বাকি দুটি গোল আসে লিয়েন্দ্রো ত্রোসার্দ ও রিকোর্দো কালাফ্লিয়োরির পা থেকে।
শেষ ষোলোর প্রথম ম্যাচে বেলজিয়ান দল ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। অন্য ম্যাচে ফরাসি ক্লাব লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে বরুশিয়া ডর্টমুন্ড।
মন্তব্য করুন: