২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো ‘হাফটাইম শো’

২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো ‘হাফটাইম শো’

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতিহাসে প্রথমবারের মতোহাফটাইম শো আয়োজন করার ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি। ৪৮ দল নিয়ে আয়োজিত আগামী টুর্নামেন্টের শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে।

আমেরিকান ফুটবল লিগের (এনএফএল) ফাইনাল ম্যাচটিসুপার বোল হিসেবে পরিচিত। সেই সুপার বোলে খেলার মধ্যবর্তী বিরতিতে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে বিশ্বের নামিদামি শিল্পীরা পারফর্ম করে থাকেন। এই অনুষ্ঠান হাফটাইম শো হিসেবে পরিচিত। মূলত এই অনুষ্ঠানের আদলেই আগামী বছর ফুটবল বিশ্বকাপের ফাইনালে হাফটাইম শো আয়োজন করা হবে।

৪৮ দল নিয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আসরটি আগামী বছর যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোয় বসবে, যা শুরু হবে ১১ জুন। ফাইনাল মাঠে গড়াবে ১৯ জুলাই। ম্যাচ সংখ্যা বেড়ে হয়েছে ১০৪টি। নতুন ফরম্যাটে একটি বাড়তি নকআউট পর্বও যোগ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাফটাইম শো-এর বিষয়টি নিশ্চিত করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “আমি নিশ্চিত করতে পারি, নিউ ইয়র্ক-নিউ জার্সিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে। এটি ফিফা বিশ্বকাপের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত হবে।

ফিফা সভাপতি জানান, এই অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তর্জাতিক শিক্ষা অধিকারবিষয়ক সংস্থা গ্লোবাল সিটিজেন এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে কাজ করা হবে।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালেহাফটাইম শো অনুষ্ঠিত হয়েছিল।

মন্তব্য করুন: