১০ জনের দল নিয়ে বার্সেলোনার জয়, জিতেছে বায়ার্ন-লিভারপুলও

১০ জনের দল নিয়ে বার্সেলোনার জয়, জিতেছে বায়ার্ন-লিভারপুলও

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ১০ জনের দল নিয়ে জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার লেভারকুজেনকে গুঁড়িয়ে কোয়ার্টার-ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। আর পিএসজির ২৭টি শট রুখে দিয়ে জয় পেয়েছে লিভারপুল।

বুধবার পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। ম্যাচের ২২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। ৬১তম মিনিটে স্প্যানিশ ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন রাফিনিয়া। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলের হয়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের এটি ২৫তম গোল।

৫২ শতাংশ সময় বলের দখল রেখে বার্সেলোনাকে চেপে ধরে গোলের জন্য মোট ২৬টি শট নেয় বেনফিকা। কিন্তু গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনির দেয়াল ভেদ করতে পারেনি স্বাগতিকরা।

এবারের চ্যাম্পিয়নস লিগে কেইনের গোল এখন ৯টিঅন্য ম্যাচে ঘরের মাঠে ১০ জনের লেভারকুজেনকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। নবম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন কেইন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। এর মাঝে ৬২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লেভারকুজেনের এক ডিফেন্ডার।

প্রায় আড়াই বছর পর লেভারকুজেনের বিপক্ষে জয়ের দেখা পেল বায়ার্ন। চলতি মৌসুমে আগের তিন ম্যাচে জয়হীন ছিল ভিনসেন্ট কোম্পানির দল। আর সবশেষ ছয়বারের মুখোমুখি দেখায় তিনটিতে জিতেছিল লেভারকুজেন।

সালাহর বদলি হিসেবে নেমেই দলের হয়ে গোল করেন এলিয়টপিএসজির মাঠে স্বাগতিকদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়া লিভারপুল জয় পেয়েছে ১-০ গোলে। শেষে দিকে বদলি হিসেবে নেমে ম্যাচের ৮৭তম মিনিটে ইংলিশ ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন হার্ভি এলিয়ট।

ম্যাচের শুরু থেকেই অলরেডদের ওপর আক্রমণের ছড়ি ঘোরাতে শুরু করা পিএসজির কাছে বলের দখল থাকে ৭১ শতাংশ সময়। এ সময় গোলের জন্য তারা শট নেয় ২৭টি, যার মধ্যেই ১০টিই ছিল লক্ষ্যে। কিন্তু গোলবারের নিচে থাকা আলিসন বেকারকে ফাঁকি দিতে পারেনি কেউই। অন্যদিকে গোলের জন্য কেবল দুটি শট নিতে পারে লিভারপুল।

রাতের প্রথম ম্যাচে ডাচ ক্লাব ফেইনুর্দের মাঠে ২-০ গোলের জয় পায় ইন্টার মিলান।

ফিরতি লেগে এই আটটি দল মাঠে নামবে আগামী মঙ্গলবার।

মন্তব্য করুন: