গোল উদযাপনের সময় চোট, মাঠের বাইরে নয়্যার

গোল উদযাপনের সময় চোট, মাঠের বাইরে নয়্যার

বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়্যার পেশির চোটে পড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে গোল উদযাপনের সময় এই চোট পান তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে জার্মান ক্লাবটি। 

বুধবার ঘরের মাঠে ম্যাচের ৫৮তম মিনিটে নয়ারকে বদলি করা হয়। ঠিক তার আগে জামাল মুসিয়ালা দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি জানান, ওই গোল উদযাপনের সময় চোট পান নয়ার। 

চোটে কাটিয়ে কবে নাগাদ অভিজ্ঞ এই গোলরক্ষক মাঠে ফিরবেন সে বিষয়ে ক্লাবের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে স্কাই স্পোর্টস জার্মানির প্রতিবেদনে জানায়, ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক বায়ার্নের পরবর্তী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে পারেন। এর মধ্যে রয়েছে লেভারকুজেনের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচও।

বিবৃতিতে বলা হয়, “বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে মানুয়েল নয়্যার তার ডান পায়ের কাফ মাসলের পেশি ছিঁড়ে ফেলেছেন। বায়ার্নের মেডিকেল ইউনিট তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে বুন্ডেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নদের এই গোলরক্ষক আপাতত মাঠের বাইরে থাকবেন।" 

চলতি মৌসুমে এর আগেও চোটে পড়েছিলেন নয়ার। গত ৩ ডিসেম্বর লেভারকুজেনের বিপক্ষে জার্মান কাপের ম্যাচে তার পাঁজরে চোট লাগে। সাম্প্রতিক বছরগুলোতে চোটের সঙ্গে লড়তে হয়েছে তাকে। ২০২২ সালের ডিসেম্বরে স্কি করতে গিয়ে পা ভেঙে ১০ মাস মাঠের বাইরে ছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

মন্তব্য করুন: