ক্লাব বিশ্বকাপে ১০০ কোটি ডলারের অর্থ পুরস্কার
৬ মার্চ ২০২৫

চলতি বছর নতুন ফরম্যাটে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের জন্য ১০০ কোটি ডলারের অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফিফা। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট চলবে ১৩ জুলাই পর্যন্ত।
বুধবার এক বিবৃতিতে ফিফা জানায়, অংশগ্রহণকারী ৩২ দলের মাঝে এই অর্থ পুরস্কার ভাগ করে দেওয়া হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, এই টুর্নামেন্ট থেকে তারা ২০০ কোটি ডলারের রাজস্ব আয় করার আশা করছে। তবে এখান থেকে কোনো অর্থ ফিফার তহবিলে জমা হবে না। এর একটি অংশ বিশ্বব্যাপী ক্লাব ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে।
বিবৃতিতে ইনফান্তিনো বলেন, “ফিফা এক ডলারও নিজেদের জন্য রাখবে না।”
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের ১২ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আগামী বছর ৪৮ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হিসেবে আছে মেক্সিকো ও কানাডা।
এবারের ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ডের মতো বিশ্বের প্রভাবশালী ক্লাবগুলোর সঙ্গে অংশ নেবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। অন্যদিকে দক্ষিণ আমেরিকার চারটি শীর্ষ দল ফ্লামেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট ও ফ্লুমিনেন্সও থাকছে এবারের আসরে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মিশরের দল আল আহলির বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টার মায়ামি।
মন্তব্য করুন: