১৭ মাস পর ব্রাজিল দলে নেইমার
৬ মার্চ ২০২৫

চোট কাটিয়ে দীর্ঘ ১৭ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বৃহস্পতিবার ঘোষণা করা ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করা এই ফুটবলার।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় বাঁ হাঁটুর গুরুতর চোটে পড়ে প্রায় এক বছরের জন্য মাঠ থেকে ছিটকে যান নেইমার।
ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচ খেলা এই তারকা এখন পর্যন্ত গোল করেছেন ৭৯টি। দলের হয়ে খেলেছেন তিনটি বিশ্বকাপও। ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা পোষণ করে বর্তমানে তিনি নিজের সেরা ফিটনেস ফিরে পাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।
৩৩ বছর বয়সী এই ফুটবলার চলতি বছরের শুরুতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন। চোটের কারণে সৌদি প্রো লিগের দল আল-হিলালের হয়ে দেড় বছরে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি।
তবে সান্তোসের হয়ে নিজের ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন নেইমার। গত রোববার ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে গোল করেন তিনি। দলের হয়ে সবশেষ চার ম্যাচে সেটি ছিল তার তৃতীয় গোল। ম্যাচ শেষে এই তারকা ফরোয়ার্ড জানান, ধীরে ধীরে নিজের সেরা শারীরিক অবস্থায় ফিরছেন।
নেইমারকে ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে বেশ ভুগতে হয়েছে ব্রাজিলকে। এবারের বাছাইপর্বে দলের হয়ে প্রথম চারটি ম্যাচে খেলেছেন তিনি।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পাঁচ নম্বরে আছে ব্রাজিল। শীর্ষ থাকা আর্জেন্টিনার চেয়ে দরিভাল জুনিয়রের দল পিছিয়ে আছে ৭ পয়েন্টে।
আগামী ২০ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৫ মার্চ বুয়েনস আইরেসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।
ব্রাজিলের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: আলিসন বেকার, বেন্তো, এদেরসন।
ডিফেন্ডার: দানিলো, গিলের্মে আরানা, ওয়েসলি, ভান্দেরসন, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিয়োস, লিও অর্তিজ, মুরিলো।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারায়েস, গারসন, মাতেওস কুনহা, নেইমার, লুকাস পাকেতা, এস্তেভাও।
ফরোয়ার্ড: জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিও, ভিনিসুস জুনিয়র।
মন্তব্য করুন: