বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরছেন ভারতের সুনীল ছেত্রী
৭ মার্চ ২০২৫

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে অবসর ভেঙে মাঠে ফিরছেন সুনীল ছেত্রী। ভারতের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার ফেরার বিষয়টি নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেইজে নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
গত বছর জুনে বিশ্বকাপ বাছাইপর্বে কুয়েতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ছেত্রী। আবারও জাতীয় দলে প্রত্যাবর্তনের পর বাংলাদেশ ছাড়াও মালদ্বীপের বিপক্ষে খেলবেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
অবসরের ঘোষণায় তিনি জানিয়েছিলেন, বয়সের কারণে নয়, বরং মানসিক কারণে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন।
৯৪ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ফুটবলারদের তালিকার চার নম্বরে আছেন ছেত্রী। এ তালিকায় তার ওপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ইরানের আলী দাই।
আন্তর্জাতিক ফুটবলের পাট চুকালেও ক্লাব ফুটবলে এখনও নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। ইন্ডিয়ান সুপার লিগের চলতি মৌসুমে বেঙ্গালুরু এফসির হয়ে এখন পর্যন্ত ১২ গোল করে আছেন গোলদাতাদের তালিকার দ্বিতীয় স্থানে।
আগামী ২৫ মার্চ শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মাঠে নামবে ভারত। সেই ম্যাচের জন্য ছেত্রীকে নিয়ে দল ঘোষণা করেছে দেশটি।
২০২১ সালে সবশেষ ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। অন্যদিকে ২০১৯ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচটিও একই ব্যবধানে ড্র করেছিল ভারত।
মন্তব্য করুন: