তিরিশের পরও যেভাবে সমানে সমান রোনালদো

তিরিশের পরও যেভাবে সমানে সমান রোনালদো

ক্যারিয়ারে হাজার গোল করার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-নাসেরের হয়ে গোল করে পর্তুগিজ এই মহাতারকা স্পর্শ করেছেন অনন্য এক কীর্তি। ৩০ বছর বয়স হওয়ার আগে পরে তার গোল সংখ্যা এখন সমান।

আল শাবাবের বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক গোল করেন রোনালদো। এই গোলে পেশাদার ক্যারিয়ারে পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলারের গোল সংখ্যা হলো ৯২৬টি। তবে রোনালদোর গোল দলকে জেতাতে পারেনি। ঘরের মাঠে - সমতায় ম্যাচ শেষ করে আল-নাসের।

১৭ বছর বয়সে পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদোর ৩০ বছর বয়স হওয়ার আগে গোল ছিল ৪৬৩টি। গত মাসে ৪০ বছর বয়সে পা দেওয়া এই ফরোয়ার্ড এরপর গোল করেছেন বাকি ৪৬৩টি।

২০২৩ সালে আল-নাসেরে যোগ দেওয়ার পর দলের হয়ে রোনালদো এখন পর্যন্ত ৯০টি গোল করেছেন। সৌদি ক্লাবটির হয়ে তিনি যে গতিতে এগুচ্ছেন, তাতে শততম গোলের মাইলফলক স্পর্শ করাটা এখন সময়ের ব্যাপার।

এর আগে ইউরোপের শীর্ষ তিন লিগের তিন ক্লাবের হয়ে একশ বেশি গোল করার কীর্তি গড়েন রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার গোল সংখ্যা ১৪৫টি। স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি ইতালিয়ান সেরি আর ইউভেন্তুসের হয়ে ১০১টি গোল করেন তিনি।

এছাড়া পর্তুগালের হয়ে ১৩৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলে গোলদাতাদের তালিকার সবার ওপরে আছেন রোনালদো।

মন্তব্য করুন: