ক্ষুব্ধ কোচের কথায় ঘুরে দাঁড়ায় লিভারপুল: সালাহ
৯ মার্চ ২০২৫

নিষেধাজ্ঞার কারণে এমনিতেই ডাগআউটে ছিলেন না আর্নে স্লট। গ্যালারিতে বসে সাউদ্যাম্পটনের বিপক্ষে দলের দুই অভিজ্ঞ খেলোয়াড়ের ভুল বোঝাবুঝিতে গোল হজম করতে দেখে লিভারপুল কোচের মুখে ফুটে ওঠে স্পষ্ট হতাশার ছাপ। তবে দ্বিতীয়ার্ধে তিন গোল করে জয় তুলে নেয় অলরেডরা। আর ম্যাচ শেষে মোহাম্মদ সালাহ জানিয়েছেন, বিরতির সময় ক্ষুব্ধ স্লটের কথা শোনার পর ঘুরে দাঁড়িয়েছে তারা।
শনিবার ঘরের মাঠে প্রিমিয়ার লিগরে পয়েন্ট তালিকার তলানীর দল সাউদ্যাম্পটনকে ৩-১ গোলে হারায় লিভারপুল। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলরক্ষক আলিসন বেকার ও ডিফেন্ডার ভার্জিল ফর ডাইকের ভুল বোঝাবুঝিতে গোল হজম করে স্বাগতিকরা। সে সময় গ্যালারিতে বসে দু’হাত দিয়ে মুখ ঢাকতে দেখা যায় স্লটকে।
তবে বিরতির পর দুটি পেনাল্টি থেকে সালাহর গোল এবং দারউন নুনেস বল জালে জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
বিরতিতে দলকে দেওয়া স্লটের পরামর্শের ব্যাপারে ম্যাচ শেষে সম্প্রচারকদের সালাহ বলেন, “তিনি আমাদের ওপর ক্ষুব্ধ ছিলেন। মাঝে মাঝে এটা দরকার হয়। আমরা প্রথমার্ধে ধীরগতির ছিলাম। আমার মনে হয় না আমরা আজ ভালো খেলেছি। চ্যাম্পিয়নস লিগ বা প্রিমিয়ার লিগ জিততে হলে এমন ম্যাচ জিততেই হবে।"
এভারটনের বিপক্ষে লিগ ম্যাচে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন স্লট। ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে লিভারপুল কোচ বলেন, “ভালো দলের বৈশিষ্ট্য হলো তারা বিভিন্নভাবে ম্যাচ জিততে পারে। আমাকে পরিবর্তন আনতে হয়েছে, বিশেষ করে কর্মক্ষমতার কারণে। এই মৌসুমে এমন খুব বেশি হয়নি। প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স খুবই বাজে ছিল। আমরা শুধু বাজে খেলিনি, আমাদের এনার্জিও কম ছিল।”
এই জয়ে ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল তাদের চেয়ে পিছিয়ে আছে ১৬ পয়েন্টে। দুই ম্যাচ কম খেলা আর্সেনাল রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে।
মন্তব্য করুন: