দলের প্রয়াত চিকিৎসকের স্মরণে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে বার্সা

১১ মার্চ ২০২৫

দলের প্রয়াত চিকিৎসকের স্মরণে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে বার্সা

বার্সেলোনার প্রয়াত দলীয় চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার স্মরণে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ফিরতি লেগে সব উজাড় করে দেওয়ার কথা জানিয়েছেন কোচ হানসি ফ্লিক।

গত শনিবার ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচের আগে দলের হোটেলে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন মিনারো। এরপর সেদিনের ম্যাচটি স্থগিত করে বার্সেলোনা।

সোমবারের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ফ্লিক জানান, গত দুই দিন ক্লাবের জন্য কঠিন সময় কেটেছে। তবে তারা বেনফিকার বিপক্ষে জয় তুলে নিয়ে প্রয়াত চিকিৎসককে শ্রদ্ধা জানাতে চান।

আমার মনে হয়, দল এই পরিস্থিতি ভালোভাবেই সামলাচ্ছে। আমরা ম্যাচে পুরোপুরি মনোযোগী এবং তার জন্য খেলতে চাই। এই মুহূর্তে তার জন্য জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এর জন্য প্রস্তুত। আমাদের এগিয়ে যেতে হবে, এটাই আমাদের দায়িত্ব। ক্লাবের জন্য প্রতিযোগিতায় টিকে থাকা গুরুত্বপূর্ণ এবং তাকে সম্মান জানাতে আমরা ভালো কিছু করতে চাই।

বার্সেলোনা দলে মিনারো অত্যন্ত প্রিয় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন জানিয়ে ফ্লিক বলেন, “এটা অনেক বড় একটা ক্ষতি। তিনি একজন ভালো মানুষ এবং ভালো চিকিৎসক ছিলেন। দল ক্লাবের জন্য ছিলেন অপরিহার্য। তার অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হবে।

প্রথম লেগে - ব্যবধানে জয় পাওয়ার পর মঙ্গলবার রাতে ঘরের মাঠে ফিরতি লেগে জয়ের ধারা বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সেলোনা কোচ। কষ্টার্জিত জয়ের সেই ম্যাচে লাল কার্ড দেখায় ডিফেন্ডার পাউ কুবারসিকে এই ম্যাচে পাবে না তারা।

আমরা দারুণ ছন্দে আছি, দুর্দান্ত একটি গতিতে এগোচ্ছি। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দল পুরোপুরি আছে মনোযোগী। আজ সকালে আমরা আলোচনায় তাদের সাম্প্রতিক ভালো দিকগুলো পর্যালোচনা করেছি। কেউই কিছু সহজভাবে নিচ্ছে না, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলে ইতিবাচক গতি থাকাটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়।

মন্তব্য করুন: