রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আটে আল-নাসের

১১ মার্চ ২০২৫

রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আটে আল-নাসের

ক্রিশ্চিয়ানোর রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আল-নাসের। সোমবার ফিরতি লেগে ইরানের ক্লাব ইস্তেগলালকে ৩-০ গোলে হারিয়েছে সৌদি প্রো লিগের দলটি। বাকি দুই গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরান।

ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। পেশাদার ক্যারিয়ারে এটি তার ৯২৭তম গোল। ১ হাজার গোলের মাইলফলক থেকে আর ৭৩ গোল দূরে আছেন পর্তুগিজ মহাতারকা।

এই গোলের মধ্য দিয়ে নিজের ৩০ বছর বয়সীকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ৩০ বছর বয়স হওয়ার পর পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের গোল সংখ্যা এখন ৪৬৪টি। বাকি ৪৬৩টি গোল তিনি করেন ৩০ বছর বয়সের আগে।

এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল এখন ৭টি। সব মিলিয়ে চলতি মৌসুমে ৩২ ম্যাচে ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল সংখ্যা ২৭টি। আর আল-নাসেরের হয়ে ১০২ ম্যাচে তিনি গোল করলেন ৯১টি।

মন্তব্য করুন: