১ লাখ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম বানাবে ম্যানচেস্টার ইউনাইটেড
১১ মার্চ ২০২৫

এক শতাব্দীর বেশি সময় ধরে ওল্ড ট্র্যাফোর্ডে খেলে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ঐতিহাসিক এই স্টেডিয়ামের পাশে ১ লাখ দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল এই ক্লাবটি।
মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে ২০০ কোটি পাউন্ডে নতুন এই স্টেডিয়াম তৈরির ঘোষণা দেয় ইউনাইটেড কর্তৃপক্ষ।
১৯১০ সাল থেকে ওল্ড ট্র্যাফোর্ডকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড।
গত বছর ফেব্রুয়ারিতে ক্লাবটির মালিকানার এক চতুর্থাংশের বেশি পাওয়ার পর থেকেই ব্রিটিশ ধনকুবের জিম র্যাটক্লিফ নতুন স্টেডিয়াম গড়ার ইচ্ছার কথা প্রকাশ করে আসছিলেন। ক্লাবটি গত কয়েক মাস ধরে ওল্ড ট্র্যাফোর্ড পুনর্নির্মাণ করা হবে নাকি নতুন স্টেডিয়াম গড়া হবে, তা নিয়ে নিরীক্ষাও চলছিল।
নতুন স্টেডিয়াম প্রকল্পের জন্য ব্রিটিশ সরকারের সমর্থনও মিলেছে। দেশটির অর্থমন্ত্রী সম্প্রতি এই পরিকল্পনায় অনুমোদন দেন।
২০০৬ সালের পর থেকে ওল্ড ট্র্যাফোর্ডের বড় কোনো সংস্কার হয়নি। স্টেডিয়ামের ছাদ থেকে পানি পড়া ও ইঁদুরের উৎপাত নিয়ে গত কয়েক বছর ধরে সমালোচনা হচ্ছে।
অন্যদিকে ইউনাইটেডের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি তাদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৬০ হাজারের বেশি করা নিয়ে কাজ করছে।
ইউনাইটেডের নতুন স্টেডিয়াম তৈরি হলে মোট ১ লাখ ৪ হাজার দর্শক এক সঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন, যা এটিকে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়ামের স্বীকৃতি দেবে। বার্সেলোনার কাম্প নউ সংস্কারের কাজ শেষ হলে সেটির দর্শক ধারণক্ষমতা হবে ১ লাখ ৫ হাজার। বর্তমানে ইংল্যান্ডের সবচেয়ে বড় স্টেডিয়াম ওয়েম্বলির দর্শক ধারণক্ষমতা ৯০ হাজার।
মন্তব্য করুন: