লিভারপুলকে বিদায় করে শেষ আটে পিএসজি, সঙ্গী বার্সা-বায়ার্ন-ইন্টার
১২ মার্চ ২০২৫

দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় শেষ হওয়ায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। কিন্তু সেখানে পিএসজি গোলরক্ষক জানলুইজি দেন্নারুম্মার বাধা পার করতে পারলো না লিভারপুল। অলরেডদের বিদায় করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে পা রেখেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাদের সঙ্গী হিসেবে শেষ আটে উঠেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান।
মঙ্গলবার অ্যানফিল্ডে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে টাইব্রেকারে লিভারপুলকে ৪-১ গোলে হারায় পিএসজি। এদিন ম্যাচের ১২তম মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। এরপর একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও কোনো দল জালের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। গত সপ্তাহে প্রথম লেগের ম্যাচটি ১-০ গোলে জিতেছিল লিভারপুল।
পেনাল্টি শুটআউটে দু’দলই প্রথম শট জালে জড়ায়। পিএসজি দ্বিতীয় শট জালে জড়ানোর পর লিভারপুলের হয়ে দারউন নুনেসের নেওয়া শট ঠেকিয়ে দেন দেন্নারুম্মা। এরপর স্বাগতিকদের তৃতীয় শটটিও আটকে দেন ইতালির এই গোলরক্ষক। টানা চতুর্থ শট জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে পুরো পিএসজি দল।
দিনের প্রথম ম্যাচে ঘরের মাঠে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফিনিয়ার জোড়া গোলে বেনফিকাকে ৩-১ গোলে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে স্প্যানিশ ক্লাবটি ৪-১ গোলে এগিয়ে থেকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে।
একাদশ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। তবে দুই মিনিট পরই সমতায় ফেরে বেনফিকা। ২৭তম মিনিটে বক্সের বাইরে থেকে ইয়ামালের দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৪২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া।
দিনের আরেক ম্যাচে বায়ার লেভারকুজেনের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে বায়ার্ন। দুই লেগ মিলিয়ে কোনো গোল হজম না করে স্বদেশি ক্লাবটির ৫ গোল দিয়েছে জার্মান জায়েন্টরা।
প্রথম লেগের মতো এদিনও বায়ার্নের হয়ে গোলের খাতা খোলেন হ্যারি কেইন। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে দলকে এগিয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড। এরই সঙ্গে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক আসরে ১০ গোল করার কীর্তি গড়েন তিনি। ৭১তম মিনিটে কেইনের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন কানাডার ডিফেন্ডার আলফন্সো ডেভিস।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষ ইন্টার মিলান। দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ফেইনুর্ডকে ২-১ গোলে হারায় ইতালিয়ান ক্লাবটি। দুই মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করে তারা।
মন্তব্য করুন: