এবার চ্যাম্পিয়নস লিগে রেকর্ড গড়লেন ইয়ামাল
১২ মার্চ ২০২৫

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। দলের জয়ে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অবদান রেখেছেন লামিনে ইয়ামাল। আর এতেই টুর্নামেন্টে নতুন এক রেকর্ড গড়েছেন স্পেনের এই বিস্ময়বালক।
মঙ্গলবার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এক ম্যাচে গোল করা ও গোলে অবদান রাখার রেকর্ড গড়েন ইয়ামাল। কীর্তি গড়ার দিনে তার বয়স ছিল ১৭ বছর ২৪১ দিন।
ম্যাচের একাদশ মিনিটে ইয়ামালের বাড়ানো বল থেকে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। এর দুই মিনিট পর সমতায় ফেরে বেনফিকা। এরপর বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বার্সেলোনা আবারও এগিয়ে দেন ইয়ামাল।
রাফিনিয়ার ক্রস ধরে বক্সের ডান দিক থেকে প্রতিপক্ষ একজনের বাধা সামলে প্রথমে বক্সের ভেতর ঢোকেন এই ফরোয়ার্ড। এরপর আবারও বাইরে এসে জায়গা বানিয়ে নিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের আগের রেকর্ডটি ছিল সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোর। ২০১৪ সালের আসরে সুইস ক্লাব বাসেলের হয়ে বুলগেরিয়ার দল লুদোগেরেতসের বিপক্ষে তিনি এই কীর্তি গড়েছিলেন।
মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেকের পর থেকে ক্লাব ফুটবলে একের পর একের রেকর্ড গড়েন ইয়ামাল। এরপর স্পেনকে ২০২৪ সালের ইউরো জেতাতে সহায়তা করে জাতীয় দলের হয়েও বেশ কিছু কীর্তি গড়েছিলেন গত বছরের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার পাওয়া ইয়ামাল।
মন্তব্য করুন: