পিএসজির কাছে হারা ম্যাচ লিভারপুল কোচের ক্যারিয়ার সেরা

১২ মার্চ ২০২৫

পিএসজির কাছে হারা ম্যাচ লিভারপুল কোচের ক্যারিয়ার সেরা

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় লিভারপুল-পিএসজির হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছে পিএসজি। দ্বিতীয় লেগে লিভারপুলকে ঘরের মাঠে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ফরাসি চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচটিকে ক্যারিয়ারের সেরা হিসেবে আখ্যা দিয়েছেন অলরেডদের কোচ আর্নে স্লট।

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-০ গোলে এগিয়ে থাকে পিএসজি। একই ব্যবধানে লিভারপুল গত সপ্তাহে প্রথম লেগটি জেতায় খেলা গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে প্রথম শট জালে জড়ায় দুদল। কিন্তু এরপরই স্বাগতিকদের হয়ে দারউইন নুনেস ও কার্টিস জোন্সের নেওয়া পরের দুটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক জানলুইজি দেন্নারুম্মা। এরপর টানা চতুর্থ শট জালে জড়িয়ে ম্যাচ নিজেদের করে নেয় পিএসজি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্লট বলেন, “এটি ছিল আমার ক্যারিয়ারের সেরা ফুটবল ম্যাচ। লিভারপুলের যে ইতিহাস আছে, কোচ হিসেবে আমার নেই। তবে দুই দলই অবিশ্বাস্য ফুটবল খেলেছে। প্রথম ২৫ মিনিটের তীব্রতা ছিল অসাধারণ। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের বিপক্ষেও প্রথম ২৫ মিনিটে আমরা দুর্দান্ত ছিলাম। কিন্তু আজকের ম্যাচের শুরুটা ছিল অবিশ্বাস্য। তবে স্কোরবোর্ড দেখলাম, আমরা তখন ১-০ পিছিয়ে।

৯০ মিনিটে এই ম্যাচে হারার যোগ্য ছিলাম না। ১৮০ মিনিটের বিচার করলে হয়তো অতিরিক্ত সময়ে যাওয়া স্বাভাবিক ছিল। সেখানে পিএসজি আমাদের চেয়ে একটু ভালো খেলেছে, আর এরপর ম্যাচ গড়ালো পেনাল্টিতে, যেখানে আমরা হেরে গেলাম।

৩৬ দল নিয়ে নতুন ফরম্যাটে শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে ৮ ম্যাচের ৭টিতে জিতে শীর্ষে থেকে নকআউট পর্বে পা রেখেছিল লিভারপুল।

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছে তারা। এখন পর্যন্ত কেবল একটি ম্যাচে হেরেছে স্লটের দল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লিভারপুল।

মন্তব্য করুন: