টাইব্রেকারে জিতে শেষ আটে রিয়াল, সঙ্গী আর্সেনাল-ডর্টমুন্ড-ভিলা

১৩ মার্চ ২০২৫

টাইব্রেকারে জিতে শেষ আটে রিয়াল, সঙ্গী আর্সেনাল-ডর্টমুন্ড-ভিলা

খেলা শুরু হওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই এগিয়ে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। বিরতির পর পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েও ব্যর্থ হলেন ভিনিসুস জুনিয়র। এরপর ম্যাচের সব নাটকীয়তা জমে ছিল টাইব্রেকারের জন্য। সেখানে হুলিয়ান আলভারেসের ভুলে গোল বঞ্চিত হওয়া নগরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে শেষ আটে উঠেছে আর্সেনাল, বরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাস্টন ভিলা।

শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার আতলেতিকোর ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ট্রাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় রিয়াল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। গত সপ্তাহে ঘরের মাঠে রিয়াল ২-১ গোলে প্রথম লেগ জেতায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

প্রথম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন কনার গ্যালাগার। ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল সুযোগ পায় ৭০তম মিনিটে। বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় সফরকারীরা। কিন্তু সেই শট বারের উপর দিয়ে উড়িয়ে মেরে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন ভিনিসুস। এরপর কোনো দল আর গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

প্রথম শট থেকে দু’দল বল জালে জড়ায়, যার শুরুটা করেন এমবাপ্পে। তবে বিপত্তি বাধে আতলেতিকোর দ্বিতীয় শটে। স্পট কিক থেকে আলভারেস লক্ষ্যভেদও করেন। কিন্তু পরবর্তীতে ভিএআর জানায়, ডাবল টাচ হওয়ার কারণে গোলটি বাতিল করা হয়েছে। রিপ্লেতে দেখা যায়, ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বাঁ পায়ের কিছু অংশ বলের সঙ্গে স্পর্শ করেছে।

এরপর চতুর্থ শটটি জালে জড়াতে ব্যর্থ হয় দু’দলই। পঞ্চম শট নেওয়া আন্টোনিও রুডিগার যেদিকে বল মেরেছিলেন সেদিকে ঝাপিয়ে পড়েন ইয়ান ওবলাক। বলটি আতলেতিকো গোলরক্ষকের হাতে স্পর্শ করলেও তা জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে পুরো রিয়াল মাদ্রিদ দল।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রেকর্ড ১৫ বার ইউরোপ সেরাদের প্রতিপক্ষ আর্সেনাল। এদিন অন্য ম্যাচে ঘরের মাঠে পিএসভি আইন্দহোভেনের সঙ্গে ২-২ গোলে ড্র করে গানাররা। কিন্তু প্রথম লেগে ডাচ ক্লাবটির জালে ৭ গোল জড়িয়ে ৯-৩ অগ্রগামিতায় শেষ আটে পা রাখে মিকেল আর্তেতার দল।

দিনের প্রথম ম্যাচে ফরাসি ক্লাব লিলের মাঠে ২-১ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটি ১-০ গোলে জিতেছিল জার্মান ক্লাবটি।

অন্য ম্যাচে ঘরের মাঠে বেলজিয়ান দল ক্লাব ব্রুজকে ৩-০ গোলে হারায় অ্যাস্টন ভিলা। দুই লেগ মিলিয়ে ইংলিশ ক্লাবটি এগিয়ে থাকে ৬-১ গোলে।

মন্তব্য করুন: