চ্যাম্পিয়নস লিগে শেষ আটে মুখোমুখি যারা

১৩ মার্চ ২০২৫

চ্যাম্পিয়নস লিগে শেষ আটে মুখোমুখি যারা

বেনফিকাকে হারিয়ে আগের দিন প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছিল বার্সেলোনা। আর বুধবার রাতে নাটকীয় ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে পা রাখে রিয়াল মাদ্রিদ। এরই সঙ্গে চূড়ান্ত হয়ে যায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ের লাইনআপও।

২০২৪-২৫ আসরে শেষ আটের লড়াইয়ে বর্তমান রানার্স-আপ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে। ১৯৮২-৮৩ মৌসুমের পর প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠা অ্যাস্টন ভিলা খেলবে পিএসজির বিপক্ষে।

শেষ ষোলোয় দুই লেগ মিলিয়ে বেনফিকার বিপক্ষে - অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে পা রাখে বার্সেলোনা। প্রথম লেগ - গোলে জিতেছিল হানসি ফ্লিকের দল।

অন্যদিকে আতলেতিকো বুধবার রাতে - গোলে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারায়। প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়নরা - গোলে জেতায় দুই লেগ মিলিয়ে - গোলের সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে - ব্যবধানে জয় পায় কার্লো আনচেলত্তির দল।

বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনের জালে দুই লেগ মিলিয়ে গোল দিয়ে শেষ আট নিশ্চিত করে বায়ার্ন। আর ডাচ ক্লাব ফেইনুর্ডকে দুই লেগ মিলিয়ে - স্কোরে এগিয়ে পরের ধাপে ওঠে ইন্টার।

আরেক ডাচ দল পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে প্রথম লেগ - গোলে জিতে কোয়ার্টার-ফাইনাল অনেকটাই নিশ্চিত করে রাখে আর্সেনাল। ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচটি - সমতায় শেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে পয়েন্ট তালিকার দুই নম্বর দলটি।

আক্রমণ-পাল্টা আক্রমণের দুই লেগের লড়াই শেষে প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুলকে বিদায় করে শেষ আটের টিকিট কাটে পিএসজি। প্রথম লেগ লিভারপুল - গোলে জয়ের পর ফিরতি লেগ একই ব্যবধানে জেতে পিএসজি। দুই লেগ মিলিয়ে - সমতা থাকার পর টাইব্রেকার গোলরক্ষক জানলুইজি দেন্নারুম্মার নৈপুণ্যে - গোলের জয় পায় ফরাসি চ্যাম্পিয়নরা।

আরেক ইংলিশ দল অ্যাস্টন ভিলা বেলজিয়ান দল ক্লাব ব্রুজের বিপক্ষে দুই লেগ মিলিয়ে - গোলে এগিয়ে থেকে পরের ধাপে ওঠে। আর গতবারের রানার্স-আপ ডর্টমুন্ড দুই লেগ মিলিয়ে - এগিয়ে থেকে ফরাসি ক্লাব লিলকে পেছনে ফেলে

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে এপ্রিল। ফিরতে লেগ হবে ১৫ ১৬ এপ্রিল।

কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

বার্সেলোনাবরুশিয়া ডর্টমুন্ড

বায়ার্ন মিউনিখইন্টার মিলান

পিএসজিঅ্যাস্টন ভিলা

আর্সেনালরিয়াল মাদ্রিদ

মন্তব্য করুন: