পেনাল্টি নেওয়ার আগে বলটি নড়তে দেখলে হাত তুলুন: আতলেতিকো কোচ

১৩ মার্চ ২০২৫

পেনাল্টি নেওয়ার আগে বলটি নড়তে দেখলে হাত তুলুন: আতলেতিকো কোচ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে টাইব্রেকারে হুলিয়ান আলভারেসের পেনাল্টি থেকে করা গোল বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে আতলেতিকো মাদ্রিদকে। আর রেফারির বিতর্কিত এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ দিয়েগো সিমিওনে।

বুধবার ঘরের মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি ১-০ গোলে জেতে আতলেতিকো। দুই লেগ মিলিয়ে ম্যাচটি ২-২ সমতায় শেষ হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলের জয়ে শেষ আটে পা রাখে রিয়াল।

প্রথম শট থেকে দুদল বল জালে জড়ায়, যার শুরুটা করেন কিলিয়ান এমবাপ্পে। তবে বিপত্তি বাধে আতলেতিকোর দ্বিতীয় শটে। স্পট কিক থেকে আলভারেস লক্ষ্যভেদও করেন। কিন্তু ভিএআর রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টাইন এই ফরোয়ার্ড পিছলে যাওয়াতে ডান পায়ে শট নেওয়ার ঠিক আগে তার বাঁ পায়ের কিছু অংশ বলে স্পর্শ করে।

রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সিমিওনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, “আমি কখনো শুনিনি যে টাইব্রেকারে ভিএআর পেনাল্টি রিভিউ করেছে... কখনোই না!”

সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে এই আর্জেন্টাইন কোচ বলেন, “আপনারা কেউ কি দেখেছেন যে সে দুইবার বল ছুঁয়েছে? স্টেডিয়ামে যারা উপস্থিত ছিলেন এবং তাকে বল দুবার স্পর্শ করতে দেখেছেন, তারা অনুগ্রহ করে সামনে এসে হাত তুলুন!”

আমি কোনো হাত দেখতে পাচ্ছি না। এটাই আমার বলার ছিল পরের প্রশ্ন করুন।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও দলের পারফরম্যান্সে গর্বিত সিমিওনে। লা লিগায় বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই হারের প্রভাব পড়তে পারে বলে মনে করেন আতলেতিকো কোচ।

এই হার আমাদের কতটা প্রভাব ফেলবে, সেটা সময়ই বলবে। এভাবে বাদ পড়া মেনে নেওয়া কঠিন। তবে আমরা লড়াই চালিয়ে যাব। আমি নিশ্চিত বার্সা চাচ্ছিল খেলাটা যেন অতিরিক্ত সময় পর্যন্ত যায়। আজকের ম্যাচে আমরা যেভাবে লড়েছি এরপর আমরা কিছুটা ক্লান্ত হয়ে সেই ম্যাচে মাঠে নামবো। তবে আমাদের যা আছে রোববার তার পুরোটা উজাড় করে দেব।

লা লিগায় এখন শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এখন মাত্র এক। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার সমান ৫৭ পয়েন্ট নিয়ে নিজেদের মধ্যে ম্যাচে গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে তৃতীয় স্থানে।

মন্তব্য করুন: