লড়াকু মানসিকতাই রিয়ালকে জিতিয়েছে: বেলিংহ্যাম
১৩ মার্চ ২০২৫

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যামের মতে, দলের লড়াকু মানসিকতাই তাদেরকে জিতিয়েছে।
বুধবার রাতে আতলেতিকোর ঘরের মাঠে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষে ১-০ গোলে হারে রিয়াল। দুই লেগ মিলিয়ে ম্যাচটি ২-২ সমতায় শেষ হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে জয় পায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
টাইব্রেকারে রিয়ালের হয়ে শট নিয়ে জালে জড়ান বেলিংহ্যামও। ম্যাচ শেষে ইংলিশ এই মিডফিল্ডার টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “মাঝেমধ্যে এভাবেই ম্যাচ জিততে হয়, ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগানোই আসল ব্যাপার। সবসময় আমাদের যে অসাধারণ ফুটবল দেখেন তার দরকার হয় না।”
“আমাদের মধ্যে এই ধরনের ম্যাচের জন্য বিশেষ এক মানসিকতা কাজ করে। আমরা জানি, কীভাবে ম্যাচগুলো জিততে হয়। আমারা এটাতে খুবই ভালো। আমরা খেলায় পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারি এবং আজকের ম্যাচ তার আরেকটি উদাহরণ।”
এর আগে নকআউট পর্বের প্লে-অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৬-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোয় পা রাখে রিয়াল। গত সপ্তাহে ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম লেগ জিতেছিল ২-১ গোলে। কিন্তু এদিন ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে তারা।
টাইব্রেকারে রেফারির এক সিদ্ধান্ত রিয়ালের জন্য ভাগ্য বয়ে আনে। আতলেতিকো মাদ্রিদের হয়ে দ্বিতীয় স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন হুলিয়ান আলভারেস। কিন্তু ভিএআর রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টাইন এই ফরোয়ার্ড পিছলে যাওয়াতে ডান পায়ে শট নেওয়ার ঠিক আগে তার বাঁ পায়ের কিছু অংশ বলে স্পর্শ করে। ফলে গোলটি বাতিল করা হয়।
এরপর দু’দলই নিজেদের চতুর্থ শট জালে জড়াতে ব্যর্থ হয়। রিয়ালের হয়ে পঞ্চম শট জালে জড়িয়ে দলকে উল্লাসে মাতান আন্টোনিও রুডিগার।
১৬তম চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াইয়ে কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন: