ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন নেইমার

১৫ মার্চ ২০২৫

ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন নেইমার

দীর্ঘদিনের চোট কাটিয়ে প্রায় দেড় বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরেছিলেন নেইমার। কিন্তু নতুন করে আবার পাওয়া চোটের কারণে জাতীয় দলের জার্সি গায়ে তার ফেরাটা আরও দীর্ঘায়িত হচ্ছে। ঊরুর চোটের কারণে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দল থেকে ছিটকে গেছেন এই তারকা ফরোয়ার্ড।

শুক্রবার এক বিবৃতিতে নেইমারের বাদ পড়ার বিষয়টি জানায় ব্রাজিল ফুটবল ফেডারেশন। তার বদলে দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর মারাত্মক চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই চোট কাটিয়ে আল-হিলালের হয়ে মাঠে ফেরার পর নতুন করে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। সেখান থেকে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন ৩৩ বছর বয়সী এই তারকা।

ব্রাজিলের ক্লাবটির হয়ে ফিটনেস ফিরে পাওয়ার পর তাকে চলতি মাসে কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দলে রাখা হয়েছিল। কিন্তু গত মার্চ সান্তোসের হয়ে খেলার সময় নতুন করে পেশির চোট পান তিনি। 

নেইমারের পাশাপাশি চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদারসন ফ্লামেঙ্গোর ডিফেন্ডার দানিলো। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন গোলরক্ষক লুকাস পেররি ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে পাঁচ নম্বরে আছে ব্রাজিল। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে তারা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে। এরপর ২৫ মার্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্জেন্টিনার।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

মন্তব্য করুন: