২ বছর পর বেলজিয়াম দলে কোর্তোয়া

১৫ মার্চ ২০২৫

২ বছর পর বেলজিয়াম দলে কোর্তোয়া

দুই বছরের বাইরে থাকার পর বেলজিয়ামের জাতীয় দলে ফিরছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। আগামী সপ্তাহে ইউক্রেনের বিপক্ষে উয়েফা নেশনস লিগের প্লে-অফের দুই লেগের জন্য ঘোষণা করা দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের প্রধান গোলরক্ষক।

২০২৩ সালের জুনে তখনকার কোচ ডোমেনিকো টেডেস্কোর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে ঝামেলায় জড়ানোর পর থেকেই জাতীয় দল থেকে দূরে ছিলেন কোর্তোয়া। ফলে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক গত বছরের ইউরোতে খেলেননি।

তবে টেডেস্কোর বিদায়ের পর গত জানুয়ারিতে নতুন কোচ হিসেবে রুডি গার্সিয়া দায়িত্ব নেওয়ার পর আবার দলে ফেরার সিদ্ধান্ত নেন কোর্তোয়া। 

তবে কোর্তোয়ার প্রত্যাবর্তন ভালোভাবে নেননি তার অনুপস্থিতিতে বেলজিয়ামের প্রধান গোলরক্ষকের ভূমিকা পালন করা কোয়েন কাস্তিলস। গত রোববার জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এই গোলরক্ষক জানান, কোর্তোয়ার প্রত্যাবর্তন মেনে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। এছাড়াও টেডেস্কোর সঙ্গে কোর্তোয়ার বিরোধ নিয়ে দলের আরও কিছু খেলোয়াড় অসন্তুষ্ট ছিলেন বলেও ইঙ্গিত দেন তিনি। 

কোর্তোয়াকে তার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে বলা হবে কি নাজানতে চাওয়া হলে শুক্রবারের দল ঘোষণার সংবাদ সম্মেলনে কোচ গার্সিয়া বলেন, “আমরা এক নতুন অধ্যায় শুরু করছি। সোমবারের আগে খেলোয়াড়দের সঙ্গে আমার দেখা হবে না। তবে নেতৃস্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কী হয়েছিল সে নিয়ে আবার কথা বলবো। তবে এরপর কয়েক বছর আগে কী হয়েছিল আমি তা নিয়ে পড়ে থাকবো না। তা নাহলে আমরা এগোতে পারব না।

আগামী বৃহস্পতিবার স্পেনে ইউক্রেনের বিপক্ষে প্রথম লেগে মাঠে নামবে বেলজিয়াম। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ২৩ মার্চ।

মন্তব্য করুন: