৭২ ঘণ্টার বিরতি ছাড়া খেলবে না রিয়াল
১৬ মার্চ ২০২৫

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে ১২০ মিনিটের ম্যাচ খেলার তিন দিন না পেরুতেই লা লিগায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচ শেষে মাঠের মধ্যেই কিছুটা বিধ্বস্ত অবস্থায় দেখা যায় দলের বেশ কিছু খেলোয়াড়কে। আর কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দুই ম্যাচের মাঝে কমপক্ষে ৭২ ঘণ্টার বিশ্রাম না পেলে তার দল ম্যাচ খেলবে না।
গত বুধবার স্থানীয় সময় রাত ৯টায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোর বিপক্ষে খেলেছিল রিয়াল। ১২০ মিনিটের লড়াইয়ের পর টাইব্রেকারে গড়ানো সেই ম্যাচ শেষ হয় প্রায় মধ্যরাতে। এরপর মাত্র ৬৬ ঘণ্টার ব্যবধানে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ভিয়ারিয়ালের বিপক্ষে নামতে হয় আনচেলত্তির দলকে।
প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে জয় পায় রিয়াল। প্রথমার্ধেই জোড়া গোল করেন এমবাপ্পে। ম্যাচের শেষ বাঁশি বাজার পর ফরাসি এই তারকাসহ জুড বেলিংহ্যামকে কিছুটা বিধ্বস্ত অবস্থায় দেখা যায়।
এই ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার ব্যস্ত সূচির কড়া সমালোচনা করে আনচেলত্তি জানান,টিভি স্বত্ব ও অর্থের কারণে ফুটবলারদের বিশ্রামের কথা কেউ ভাবছে না।
শনিবার ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেলে জানানো হয়, ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর ঘটে, সে জন্য তারা ফিফার সহযোগিতা চাইবে।
ম্যাচ জয়ের পর আনচেলত্তি আরও জোর দিয়ে বলেন, “আমার মনে হয়, এটাই শেষবার যেখানে আমরা ৭২ ঘণ্টার আগে কোনো ম্যাচ খেললাম। ৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া আমরা আর কোনো ম্যাচ খেলব না। আমরা লা লিগাকে সময় পরিবর্তনের জন্য দু’বার অনুরোধ করেছিলাম, কিন্তু তারা কিছুই করেনি। তবে এটাই শেষবার।”
৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া তার দল আর কোনো ম্যাচ খেলবে না – বিষয়টি নিশ্চিত হতে চাইলে রিয়াল কোচ বলেন, “না, কখনোই না।”
ফিফা খেলোয়াড়দের স্বাস্থ্য রক্ষায় ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘণ্টার বিরতি রাখার সুপারিশ করে। তবে প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট লিগ কর্তৃপক্ষের।
অন্যদিকে শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ এই সপ্তাহান্তে একদিন বেশি বিশ্রাম পাচ্ছে। রোববার রাতে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠতে আতলেতিকোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।
মন্তব্য করুন: