আতলেতিকোর বিপক্ষে বার্সার প্রত্যাবর্তন ‘অবিশ্বাস্য’

১৭ মার্চ ২০২৫

আতলেতিকোর বিপক্ষে বার্সার প্রত্যাবর্তন ‘অবিশ্বাস্য’

ম্যাচের তখন বাকি ছিল কেবল ২০ মিনিট। দুই গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় ছিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের জালে চার বার বল জড়িয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। আর দলের এমন প্রত্যাবর্তনকে অবিশ্বাস্য বলছেন কোচ হানসি ফ্লিক।

রোববার লা লিগায় আতলেতিকোর ঘরের মাঠে ৪-২ গোলের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকল ফ্লিকের দল।

প্রথমার্ধে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্দার সরলথ। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে বার্সেলোনার বিপক্ষে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি গড়েন নরওয়ের এই ফরোয়ার্ড।

এরপরের গল্পটা শুধুই বার্সেলোনার। ৭২তম মিনিটে ব্যবধান কমান রবের্ট লেভানডোফস্কি। ছয় মিনিট পর রাফিনিয়ার ক্রস থেকে দলকে সমতায় ফেরান ফেররান তোরেস। যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। আর যোগ করা সময়ের অষ্টম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তোরেস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “আতলেতিকোর বিপক্ষে তিন ম্যাচ পর জয়ের দরকার ছিল। খেলার মান ভালো ছিল। আমার মনে হয় আজকের ম্যাচটি ভক্ত, সমর্থক, যারা টেলিভিশনের সামনে দেখেছেন তাদের সবার জন্য দুর্দান্ত ছিল।

আতলেতিকোর দ্বিতীয় গোলের পর প্রতিক্রিয়া অবিশ্বাস্য ছিল। এই দলের বিপক্ষে এখানে ২০ মিনিটের ভেতর চার গোল দেওয়া খুব ভালো ছিল। আমি এই দল নিয়ে গর্বিত। মানসিকতা খুবই ভালো। তারা কখনোই হাল ছাড়ে না। মাঠে তাদের প্রতিক্রিয়া অবিশ্বাস্য ছিল। আমাদের জন্য দিনটি দুর্দান্ত ছিল।

২৭ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান হলেও নিজেদের মধ্যে ম্যাচে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো।

মন্তব্য করুন: