দুর্দান্ত গোলে মায়ামিকে জেতালেন মেসি
১৭ মার্চ ২০২৫

মাংশপেশির সমস্যা কাটিয়ে গত ম্যাচে বদলি হয়ে মাঠে নেমে গোল করে ইন্টার মায়ামিকে জিতিয়েছিলেন লিওনেল মেসি। এবার মেজর লিগ সকারে (এমএলএস) মূল একাদশে ফিরেই গোল করে দলকে জিতিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
বাংলাদেশ সময় সোমবার সকালে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পায় মায়ামি। শুরুতে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ২০তম মিনিটে দলকে সমতায় ফেরান মেসি।
বক্সের বাইরে থেকে প্রতিপক্ষ ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে এক ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপ শটে বলে জালে জড়ান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
তিন ম্যাচ বাইরে থাকার পর গত বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নশিপে জ্যামাইকার ক্যাভালিয়ার এফসির বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচের শেষ দিকে জালের দেখা পান মেসি। সেই ম্যাচে ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এবার আন্তর্জাতিক বিরতির আগে আরেকটি গোলের দেখা পেলেন আর্জেন্টিনা অধিনায়ক।
এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে ৪ ম্যাচে ৩ জয়ে ১০ পয়েন্টে তালিকার শীর্ষে আছে ইন্টার মায়ামি।
মন্তব্য করুন: