মেসিকে ছাড়াই ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা
১৮ মার্চ ২০২৫

পেশির সমস্যা কাটিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির প্রথম একাদশে ফিরেছিলেন লিওনেল মেসি। দুর্দান্ত এক গোলের পর দলকে জিতিয়ে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য প্রস্তুত থাকার আভাস দিয়েছিলেন। কিন্তু সেই ম্যাচে পাওয়া চোটের কারণে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন এই মহাতারকা।
সোমবার চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসি ছাড়াও চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন আরেক ফরোয়ার্ড পাওলো দিবালা।
পেশির সমস্যার কারণে ইন্টার মায়ামির হয়ে মাঝে তিনটি ম্যাচে খেলতে পারেননি মেসি। গত সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচ দিয়ে বদলি হিসেবে মাঠে ফেরেন তিনি। এরপর বাংলাদেশ সময় সোমবার সকালে এমএলএসের ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন ৩৭ বছর বয়সী এই তারকা।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে জানায়, এই ম্যাচের এক পর্যায়ে কুঁচকিতে চোট পান মেসি। এর আগে গত সেপ্টম্বরেও চোটের জন্য বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে খেলতে পারেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া চিলির বিপক্ষে জয় পেলেও কলম্বিয়ার কাছে হেরে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তিন দিন পর ঘরের মাঠে লড়াই স্কালোনির দল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের।
উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, ওয়াল্তার বেনিতেস, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেস্সেইয়া, লিওনার্দো বেলার্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এন্সো ফের্নান্দেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, আলেক্সিস মাক আলিস্তার, মাক্সিমো পেরোন, জুলিয়ানো সিমেওনে, বেনঞ্জামিন দমিনগেস, তিয়াগো আলমাদা, নিকোলাস পাস।
ফরোয়ার্ড: নিকোলাস গনসালেস, আনহেল কোররেয়া, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, সান্তিয়াগো কাস্ত্রো।
মন্তব্য করুন: