ফাহামিদুলের এখন জাতীয় দলে ফেরার সুযোগ নেই: কোচ কাবরেরা
১৯ মার্চ ২০২৫

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন ইতালির চতুর্থ স্তরের লিগে খেলা ফুটবলার ফাহামিদুল ইসলাম। দলের সঙ্গে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্পে এক ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। কিন্তু হুট করেই তাকে দল থেকে বাদ দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। এরপর থেকে ফাহামিদুলকে দলে ফেরানোর জন্য আন্দোলনে নামে বেশ কয়েকটি সমর্থক গোষ্ঠী। তবে ১৮ বছর বয়সী এই ফুটবলারকে এখন আর জাতীয় দলে ফেরানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।
মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে ফেরার পর ফাহামিদুলকে বাদ দেওয়ার কথা জানান কাবরেরা। কোচের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ফুটবলাররাও। অন্যদিকে বেশ কয়েকটি সমর্থক গোষ্ঠীর দাবি, যে সব কারণে ফাহামিদুলকে বাদ দেওয়া হয়েছে তা মোটেও যুক্তিযুক্ত নয়। এই নিয়ে সে রাতে বাফুফে ভবনের সামনে আন্দোলন করতে দেখা যায় অনেককে।
এরপর মঙ্গলবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়, ফাহামিদুলের বাদ পড়া ইস্যুতে বুধবার বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ফাহমিদুলকে দলে ফেরানোর দাবিতে বুধবার টিম হোটেলের বাইরে বিক্ষোভ করেন দেশের ফুটবল সমর্থকরা। একই সময় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কাবরেরা জানান, দলে ফেরানো হবে না ফাহামিদুলকে।
“না, এখন আর তার দলে ফেরার সুযোগ নেই। সে প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য।”
২০০৬ সালে ফেনীতে জন্ম নেওয়া ফাহামিদুল বেশ অল্প বয়সেই পরিবারের সঙ্গে ইতালিতে পাড়ি জমান। বর্তমানে সেখানে চতুর্থ স্তরের লিগ সেরি ডির দল ওলবিয়া কালসিওতে খেলছেন এই মিডফিল্ডার। সেখান থেকে গত ১০ মার্চ জাতীয় দলের ক্যাম্পে সৌদি আরবে যোগ দিয়েছিলেন তিনি।
আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে অংশ নিতে এরই মধ্যে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরি। বৃহস্পতিবার শিলংয়ের উদ্দেশে দেশ ছাড়বেন জামাল-হামজারা।
মন্তব্য করুন: