ভারতের বিপক্ষে ম্যাচের বাংলাদেশ দল ঘোষণা

২০ মার্চ ২০২৫

ভারতের বিপক্ষে ম্যাচের বাংলাদেশ দল ঘোষণা

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

বৃহস্পিতবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিশিয়াল ফেইসবুক পেইজে চূড়ান্ত দল ঘোষণা করা হয়।

আগামী মঙ্গলবার ভারতের শিলংয়ে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে বৃহস্পতিবার বিকেলে দল শিলংয়ে পৌঁছানোর বিষয়টি জানায় বাফুফে।

এই ম্যাচের আগে সৌদি আরবে ১২ দিনের প্রস্তুতি ক্যাম্পের পর দেশের মাটিতে একদিন অনুশীলন করে কাবরেরার দল। বুধবার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেন হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় আছে দেশের ফুটবল সমর্থকরা।

প্রাথমিক দল থেকে আগেই বাদ পড়েন ইতালির চতুর্থ স্তরের লিগে খেলা ফাহামিদুল ইসলাম। এছাড়াও জায়গা হয়নি দুই ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন এবং ডিফেন্ডার তাজউদ্দিনের।

ভারতের বিপক্ষে বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন

মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন

মন্তব্য করুন: