প্রথম দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপে জাপান

২০ মার্চ ২০২৫

প্রথম দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপে জাপান

বাছাইপর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মূল পর্ব নিশ্চিত করেছে জাপান। বৃহস্পতিবার ঘরের মাঠে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে পা রেখেছে ব্লু সামুরাইরা।

এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ‘সি গ্রুপের শীর্ষ দুই স্থানের একটি নিশ্চিত করায় মূল পর্বের টিকিট পায় জাপান। গ্রুপে ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০।

২০২৬ সালে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হিসেবে এই তিন দল আগেই মূলপর্ব নিশ্চিত করেছে।

আগামী আসরে এশিয়া থেকে মোট ৮টা দল সরাসরি খেলার সুযোগ পাবে। এর মধ্যে তৃতীয় রাউন্ড শেষে তিনটি গ্রুপের শীর্ষ দুই দল, অর্থাৎ মোট ৬টি দল মূল পর্বে যাবে, যার একটি জাপান।

বাকি ২টি জায়গার জন্য গ্রুপ তিনটির তৃতীয় ও চতুর্থ নম্বর দল চতুর্থ রাউন্ডে খেলবে। সেখানে ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের চ্যাম্পিয়নরা শেষ দুটি দল হিসেবে মূলপর্বে পা রাখবে।

গ্রুপ দুটির রানার্স-আপ দলগুলো নিজেদের মধ্যে পঞ্চম রাউন্ডে দুই লেগের ম্যাচ খেলবে। সে ম্যাচের জয়ী দল সুযোগ পাবে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে। এখানে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, কনকাকাফ ও ওশেনিয়া অঞ্চল থেকে মোট ৬টি দল সুযোগ পাবে। এখান থেকে মূলপর্বের টিকিট পাবে আরও দুটি দল।

মন্তব্য করুন: