ভিনিসুসের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

২১ মার্চ ২০২৫

ভিনিসুসের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

রাফিনিয়ার গোলে শুরুতে এগিয়ে গিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিল ব্রাজিল। কিন্তু কলম্বিয়া সমতায় ফেরার পর চেষ্টা করেও জালের দেখা পাচ্ছিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের অন্তিম মুহূর্তে টানা তৃতীয় ড্রয়ের দিকে এগুতে থাকা দলের ত্রাতা হয়ে এলেন ভিনিসুস জুনিয়র। দূরপাল্লার শট থেকে বল জালে জড়িয়ে দলকে জয় উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ঘরের মাঠে কলম্বিয়াকে - গোলে হারায় ব্রাজিল। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে দরিভাল জুনিয়রের দল।

গত নভেম্বরে দুদলের প্রথম দেখায় কলম্বিয়ার মাঠে একই ব্যবধানে হেরেছিল ব্রাজিল।

ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ভিনিসুসকে বক্সের ভেতর ফাউল করায় স্বাগতিকরা এই পেনাল্টি পেয়েছিল। ৪১তম মিনিটে কলম্বিয়াকে সমতায় ফেরান লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াস।

বিরতির পর শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান ভিনিসুস। ৪৭তম মিনিটে তার নেওয়া আড়াআড়ি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। ছয় মিনিট পর রাফিনিয়া ভিনিসুসের দুটি শট ফিরিয়ে দেন তিনি।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে উঠলেও গোলের দেখা পায়নি কোনো দল। যোগ করা সময়ের নবম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া আড়াআড়ি শটে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসুস।

এই জয়ে পয়েন্ট তালিকায় তিন ধাপ উপরে উঠেছে ব্রাজিল। ১৩ ম্যাচে জয়ে তাদের পয়েন্ট এখন ২১। ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে কলম্বিয়া।

এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। ২০ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে। বাংলাদেশ সময় শনিবার ভোরে এই দুই দল মুখোমুখি হবে।

দিনের অন্য ম্যাচে চিলিকে ১-০ গোলে প্যারাগুয়ে ও বলিভিয়াকে ৩-১ গোলে পেরু হারিয়েছে।

বাংলাদেশ সময় বুধবার সকালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্রাজিল।

মন্তব্য করুন: